আজকের রাশিফল ৯ ই জানুয়ারি রবিবার ২০২২, এই কাজ করবেন না, হবে মারাত্মক ক্ষতি

বাংলাহান্ট ডেস্কঃ রাশিফল মানুষের জীবনের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিন সকালে উঠে নিজের আজকের রাশিফল (ajker rashifal) দেখে নিলে, সারাদিন সেই ভাবেই কাটাতে পারবেন গোটা দিন। কোন বাধা বিঘ্ন থাকলে, তা এড়িয়ে চলুন। সুন্দর হবে আপনার জীবন।

মেষঃ বেশি কিছু না করেই অন্যদের থেকে আকর্ষণ পাবেন। বেশি কাজে না জড়িয়ে কিছুটা বিশ্রাম নিন। বন্ধুদের চক্করে পড়ে ছাত্রদের এখন বেশি সময় নষ্ট করা ঠিক নয়। অতিরিক্ত অর্থ সঠিক স্থানে রাখুন।

বৃষভঃ দূর যাত্রায় ক্লান্ত হতে পারেন। বিনোদনের জন্য কিছুটা ভালো সময় পাবেন। বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে আজকের দিনটা খুব মজায় কাটবে। ভালোবাসার মানুষের সঙ্গে ফোনে বেশ কিছুক্ষণ কথা হতে পারে।

মিথুনঃ আজকের দিনে কর্মক্ষেত্রে বস আপনার কাজের প্রশংসা করবেন। প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনাকে সাহস জোগাবে। মনকে নিজের নিয়ন্ত্রণে রাখুন। কাউকে ঋণ দেওয়ার আগে, তা পরিশোধের সময় জেনে নিন।

কর্কটঃ উত্তেজনা নিয়ন্ত্রণে রেখে পরিবারের সকলের সঙ্গে সদ্বাভ বজায় রাখুন। কখনই হতাশ হবেন না। অনেক নতুন বন্ধু হতে পারে আজ। বিদেশে ব্যবসা করে আর্থিক দিক থেকে লাভবান হবেন।

IMG 20210929 131820

সিংহঃ অফিস, বাড়ি সবর্ত্রই আজ আপনার শাসন বজায় থাকবে। অতীতে করা বিনিয়োগ থেকে আজকের দিনে লাভদায়ক ফল পাবেন। আপনার মত জানতে চাইলে, লজ্জা পাবেন না। কোন কাজে অযথা চাপ নেবেন না।

কন্যাঃ আজকের দিনে ধর্মীয় স্থানে যেতে পারেন। বাড়ি থেকে দূরে থেকে পড়াশুনা করলে, অযথা সময় নষ্ট করবেন না। কাজ সেরে সন্ধ্যের দিকে পার্কে যেতে পারেন। কাজের ফাঁকে কিছুটা বিশ্রাম নিন। ফাঁকা সময়ে বই পড়তে পারেন। ঋণ নেওয়ার পূর্বে ভালো করে ভেবে নিন।

তুলাঃ পুরনো ঋণ মিটিয়ে দিতে সক্ষম হবে। শরীর সুস্থ রাখতে খেলাধূলায় কিছুটা সময় ব্যয় করুন। কর্মক্ষেত্রে শত্রুরাও বন্ধু হবে। সন্তানদের কারণে কিছুটা আর্থিক সুবিধা লাভ হবে। পরিকল্পনা করেও শরীর চর্চার প্ল্যান সফল হবে না।

বৃশ্চিকঃ ফাঁকা সময়ে কোন সমস্যার সমাধান করুন। অতীতে করা বিনিয়োগ থেকে আজকের দিনে লাভদায়ক ফল পাবেন।  পারিবারিক উত্তেজনার মধ্যে নিজের মনোযোগ নষ্ট হতে দেবেন না।

ধনুঃ ব্যবসায়ীদের জন্য আজকের দিন শুভ। শরীরকে সুস্থ রাখতে বেশি মশলা দেওয়া খাবার না খাওয়াই উচিৎ। ফাঁকা সময়টা অকাজে নষ্ট হতে দেবেন না। ভাই বোনেদের থেকে অনেক সুবিধা পেতে পারেন আজ।

মকরঃ বাজেট বুঝে অর্থ ব্যয় করুন। ফাঁকা সময়ে কিছুটা আনন্দ উপভোগ করুন। জীবন থেকে অনেক কিছু শিক্ষতে পারবেন। আজকের দিনে অনেক পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কুম্ভঃ ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর সময় কাটান। পরিকল্পনা করেও শরীর চর্চার প্ল্যান সফল হবে না। আজকের দিনে কিছুটা অর্থ সঞ্চয় করতে পারবেন। সকলের কথায় কান দিয়ে নিজের সমস্যার সমাধান খুঁজুন।

মীনঃ কঠোর পরিশ্রমের পর ভালো ফল পেতে পারেন। বাড়ির কাজে কিছুটা ক্লান্ত হতে পারেন। আজকের দিনে আর্থিক দিক থেকে কিছুটা লাভবান হবেন। কোন পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।

Smita Hari

সম্পর্কিত খবর