আজ মুখোমুখি গুরু-শিষ্য, দেখুন দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আজ আইপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে ধোনির চেন্নাই সুপার কিংস এবং ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। আজকের ম্যাচে ঘিরে সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে কারন আজকের লড়াই মূলত গুরু শিষ্যের লড়াই। ভারতীয় দলের প্রাপ্তন উইকেট রক্ষক ধোনি। দীর্ঘদিন ধরে উইকেটের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ধোনি, ধোনির অবসরের পর এখন সেই জায়গা দখল করেছে ঋষভ পন্থ। এই ব্যাপারে অবশ্য ধোনির থেকে অনেক সাহায্য পেয়েছে পন্থ। তাই আজকের লড়াই গুরু শিষ্যের লড়াই।

শ্রেয়স আইয়ার চোট পাওয়ার কারণে এবার দিল্লির নেতৃত্বের দায়িত্বে রয়েছেন ঋষভ পন্থ। অজিঙ্কা রাহানে, স্টিভ স্মিথ, রবিচন্দ্রন অশ্বিন সমন্বিত দিল্লি দল এবার বেশ শক্তিশালী অপরদিকে এবারও চেন্নাইয়ের ভরসা সেই সিনিয়র দলই। ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে দুই দলের প্ৰথম একাদশ নিয়ে। এত তারকার ছড়াছড়ি তাই কাকে বাদ দিয়ে কাকে রাখা হবে প্রথম একাদশে এখন সেই নিয়েই যাবতীয় আলোচনা।

এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ:

চেন্নাই সুপার কিংস:-
ঋতুরাজ গায়কোয়াড়, ফ্যাফ ডুপ্লেসি, সুরেশ রায়না, আম্বাতি রায়াডু, এম এস ধোনি, রবীন্দ্র জাদেজা, মইন আলি, ডোয়েন ব্রাভো, স্যাম কারণ, শার্দুল ঠাকুর, দীপক চাহার।

দিল্লী ক্যাপিটালস:-
পৃথ্বী শ, শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, মার্কস স্টাইনিস, শিমরন হেটমায়ার, রবিচন্দ্রন অশ্বিন, টম কারণ, অমিত মিশ্র, ইশান্ত শর্মা, উমেশ যাদব।

সম্পর্কিত খবর

X