আজ কেকেআর জার্সিতে মাঠ কাঁপাতে নামছে এক বিশ্বকাপজয়ী ভারতীয়, যা নিয়ে উন্মাদনা তুঙ্গে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আজ আইপিএল অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Night Rider’s)। চেন্নাইয়ে রয়েল চ্যালেঞ্জার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করছে কেকেআর। এবার আইপিএলে বেশ শক্তিশালী দল কেকেআর। দলে রয়েছে একাধিক তারকা ক্রিকেটার।

কেকেআর দলে একদিকে যেমন রয়েছে শুভমান গিল, নিতিশ রানা, রাহুল ত্রিপাঠীট মত তরুণ বারুদ। তেমনই রয়েছে আন্দ্রে রাসেল, প্যাট কমিন্স, ইয়ন মর্গ্যানের মত বিদেশি তারকারা। গত মরশুমে কেকেআর দলে অন্তুর্ভুক্ত হয়েছে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যানের। এই মরশুমের প্রথম থেকেই ইয়ন মর্গ্যানের হাতে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।

এবার নিলামে ভারতের বিশ্বকাপজয়ী সিনিয়র স্পিনার হরভজন সিংকে দলে নিয়েছে কেকেআর। কেকেআর টিম ম্যানেজমেন্ট এর তরফ থেকে জানানো হয়েছে হরভজন সিং দলে আসায় দলের তরুণ স্পিনার বিশেষ করে বরুণ চক্রবর্তীরা খুবই সাহায্য পাবে। এছাড়া হরভজন সিংয়ের দলে অন্তর্ভুক্ত হওয়ায় কেকেআরের বোলিং বিভাগ বিশেষ করে স্পিন আক্রমণ আরও অনেক বেশী শক্তিশালী হয়েছে যেটা অন্যান্য টিমকে ভাবাবে। বিশেষ সূত্রে জানা গিয়েছে চেন্নাইয়ের পিচ যেহেতু স্পিন সহায়ক তাই আজ কেকেআর জার্সি গায়ে অভিষেক হতে চলেছে বিশ্বকাপ জয়ী ভারতীয় স্পিনার হরভজন সিংয়ের।

সম্পর্কিত খবর

X