জেনে নিন আজ রাতে ঠিক কখন লাগছে চন্দ্রগ্রহণ

 

বাংলা হান্ট ডেস্ক ঃ এই বছরে প্রথম পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ হয়েছিল ২১শে জানুয়ারি।আজ আবার চন্দ্রগ্রহণের সাক্ষী থাকবে গোটা পৃথিবী। আজ গভীর রাতে এই চন্দ্রগ্রহণ ভারতবর্ষ থেকে দেখা যাবে বলে বলে জানা গিয়েছে।

IMG 20190716 WA0066
গ্রহণ শুরু হওয়ার আনুমানিক সময় রাত ১.৩২ থেকে।১৬ই জুলাই মাঝরাত ১.৩২ থেকে শুরু হয়ে এই চন্দ্রগ্রহণ শেষ হবে ১৭ ই জুলাই ভোর ৪.৩১ মিনিটে।

সম্পর্কিত খবর