বাংলা হান্ট ডেস্ক: তীব্র তাপপ্রবাহে জ্বলছে দক্ষিণবঙ্গ। জারি হয়েছে লু-এর সতর্কবার্তা। দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় তাপমাত্রা ৪২ ডিগ্রি ছুঁয়েছে। তবে এরই মাঝে খানিক স্বস্তির খবর দিচ্ছে আবহাওয়া দপ্তর (Weather Department)। ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, বর্তমানে উত্তর-পূর্ব অসমের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে যাতে একটি অক্ষরেখা এসে মিশেছে। এই অক্ষরেখা পূর্ব বিহার থেকে বিস্তৃত। এর জেরেই বৃষ্টি হবে রাজ্যের একাধিক জেলায়।
ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে। এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।
এরপর মঙ্গলবার বৃষ্টি হতে পারে কোচবিহারেও। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে এই চার জেলায় বৃষ্টি কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টি হবে না। শুকনো থাকবে আবহাওয়া। তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাবে না।
ওদিকে সোমবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। বাকি দক্ষিণবঙ্গের আর কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। আজ কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে।
আরও পড়ুন: ‘নেশাটাই ছাড়তে…’, ভোটের মাঝেই ‘বেফাঁস’ সন্দেশখালির BJP প্রার্থী রেখা পাত্র, একি বললেন!
আজ বৃষ্টি হবেনা কলকাতায়। ২৬ এপ্রিল পর্যন্ত কলকাতায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ৪-৭ ডিগ্রি ওপরে থাকার সম্ভাবনা। এর মধ্যে পশ্চিমের জেলাগুলি নিয়ে বাড়তি সতর্ক করেছে আবহাওয়া দফতর। অতিপ্রবল তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকতে পারে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই ৮ জেলার কোনও কোনও জায়গায়। জারি রয়েছে কমলা সতর্কতা।