বাংলা হান্ট ডেস্ক: মুহূর্তে মুহূর্তে ভোল বদলাচ্ছে আবহাওয়া। একদিকে যেখানে রোদে জ্বলছে দক্ষিণবঙ্গ সেখানে উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি হল। আগামী ২-৩ ঘণ্টায় উত্তরবঙ্গের বেশ কয়েক জেলায় বৃষ্টি হবে। তালিকায় রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি।
আবহাওয়া দপ্তর (Alipore Weather Office) সূত্রে খবর, উত্তরবঙ্গের জেলা গুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই সমস্ত জেলায় ইতিমধ্যেই সতর্কতা জারি হয়েছে। মঙ্গলবারের পর বুধবারও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা বাদে উত্তরবঙ্গের সমস্ত জেলাই ভিজতে পারে।
ওদিকে হুড়মুড়িয়ে তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গে। রীতিমতো ফুটছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আবহাওয়া দপ্তর জানিয়েছে এবার ক্রমশ উর্দ্ধমুখী হবে তাপমাত্রা। তাপপ্রবাহের সতর্কতাও জারি হয়েছে ইতিমধ্যেই। আজ দক্ষিণবঙ্গের কিছু জেলায় সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আজ কোথায় কোথায় বৃষ্টি? মঙ্গলবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া এই তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। বাকি সমস্ত জেলায় শুকনো থাকবে আবহাওয়া। আজ বৃষ্টি হবেনা কলকাতাতেও। আপাতত দক্ষিণবঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা নেই। এবার কেবলই বাড়বে তাপমাত্রা।
আরও পড়ুন: ৪% ডিএ বৃদ্ধি নিয়ে আর মন খারাপ নয়, এবার সরকারি কর্মীদের পকেটে ঢুকবে বাড়তি ১০৫০০ টাকা
ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে বেশ খানিকটা বেড়েছে তাপমাত্রা। চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে ৩-৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। তাপমাত্রা বৃদ্ধি নিয়েও সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। গোটা সপ্তাহ জুড়েই তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রিতে পৌঁছতে পারে। পশ্চিমের জেলাগুলিতে ৪০ ডিগ্রির গন্ডি পেরোবে তাপমাত্রা।