মেঘে ঢেকে যাবে আকাশ! আজ বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিঃ আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্কঃ মে মাসে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। বিগত কয়েকদিন ধরেই এই সাইক্লোন নিয়ে তুমুল চর্চা চলছে। সেসবের মাঝেই তা নিয়ে লেটেস্ট আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। একইসঙ্গে দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal) আবহাওয়ার পূর্বাভাস। জানানো হয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ইতিমধ্যেই যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তা বুধবার নিম্নচাপের আকার নেবে। আজ দুপুরের পর সেই নিম্নচাপ তৈরি হতে পারে বলে অনুমান।

প্রাথমিকভাবে এই নিম্নচাপটি জলভাগের ওপর দিয়ে জলীয় বাষ্প সংগ্রহ উত্তর-উত্তর পূর্ব দিকে এগোতে পারে। আজ নিম্নচাপের আকার নেওয়ার পর আগামী শুক্রবার সেটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি ঘূর্ণিঝড়ে (Cyclone) রূপান্তরিত হবে কিনা সেই বিষয়ে দিল্লির মৌসম ভবনের তরফ থেকে অফিশিয়ালি কিছু জানানো হয়নি।

এদিকে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) বলছে, অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর এটি গতি এবং দিক পরিবর্তন করতে পারে। সেই কারণেই এর ওপর কড়া নজর রাখা হচ্ছে। এদিকে আবার দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ নিয়েও বড় সুখবর শুনিয়েছে হাওয়া অফিস। এখনও অবধি মৌসুমী বায়ুর গতিপ্রকৃতি দেখে মনে হচ্ছে, আগামী ৪ জুনের পর ৭-১৩ দিনের মাথায় দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের ভালো রকম সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গেই জানা যাচ্ছে চলতি মে মাসে বৃষ্টির (Rain Forecast) কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আর তাপপ্রবাহের তেমন সম্ভাবনা নেই।

আরও পড়ুনঃ সাবধান! ধেয়ে আসছে রিমল! প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রাজ্যে, দেখুন ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়বে

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ৭ দিন রাজ্যে বৃষ্টি চলতে পারে। এই মাসে এখনও অবধি তেমন তাপপ্রবাহে পুড়তে হয়নি দক্ষিণবঙ্গবাসীকে। গোটা মে মাসেই আর সেই সম্ভাবনা নেই বলে খবর। আগামী ২৭ মে অবধি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার বঙ্গোপসাগরে সিস্টেম অতি গভীর ঘূর্ণিঝড়ের আকার নিলে সেই বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবে।

গতকাল দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেক জেলাতেই কমবেশি বৃষ্টি হয়েছে। বুধবারও সকল জেলাতেই বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে আজ এর পরিমাণ এবং ব্যাপকতা আগের চেয়ে কমবে। আঞ্চলিকভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামীকাল দক্ষিণবঙ্গের উপকূল সহ কয়েকটি জেলায় অল্প বৃষ্টি হতে পারে।

South Bengal Weather Update

হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার থেকে বাংলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সেদিন সমুদ্রও উত্তাল হতে পারে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী অঞ্চলে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইতে পারে। উত্তর ২৪ পরগণা এবং পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেখানে ঝোড়ো হাওয়ার গতিবেগ কিছুটা কম হতে পারে। দমকা হাওয়ার সঙ্গে মাঝারি কিংবা তার চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে কলকাতা, হুগলি, হাওড়া, বাঁকুড়া, নদিয়ায়। অন্যদিকে আগামীকাল উত্তরবঙ্গের পার্বত্য জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর