বাংলা হান্ট ডেস্কঃ আজ মুম্বাইয়ের ওয়াংখেড় ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের সপ্তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়েলস এবং দিল্লি ক্যাপিটালস। মরশুমের প্রথম ম্যাচ জয় দিয়ে এবার আইপিএলে অভিযান শুরু করেছে ঋষভ পন্থের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস। অপরদিকে দুর্দান্ত পারফরম্যান্স করার সত্ত্বেও পাঞ্জাবের কাছে প্রথম ম্যাচ হেরেই আইপিএল অভিযান শুরু করেছে রাজস্থান রয়েলস।
এই মরশুমের প্রথম ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করেছিল রাজস্থান রয়েলস, বিশেষ করে রাজস্থান রয়েলস দলের তরুণ অধিনায়ক সঞ্জু স্যামসন। পাঞ্জাবের বিরুদ্ধে সেই ম্যাচে সেঞ্চুরি করেছিল সঞ্জু স্যামসন। তবে জয়ের খুব কাছে গিয়েও জয় অধরা থেকে গিয়েছিল রাজস্থানের। আজ আরও শক্তিশালী দল নিয়ে দিল্লির বিরুদ্ধে নামতে চলেছে রাজস্থান রয়েলস। তবে দিল্লির বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা রাজস্থান শিবিরে। চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না রাজস্থানের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। বেন স্টোকস এর পরিবর্তে এই ম্যাচে প্রথম একাদশে প্রবেশ করতে পারেন ডেভিড মিলার কিংবা লিয়াম লিভিংস্টোন।
এক নজরে দেখে নেওয়া যাক স্টোকসহীন রাজস্থানের সম্ভাব্য প্রথম একাদশ:
মনন ভোরহা, সঞ্জু স্যামসন, জস বাটলার, ডেভিড মিলার, শিভাম দুবে, রিয়ান পরাগ, রাহুল তেহটিয়া, ক্রিস মরিস, শ্রেয়স আইয়ার, চেতন সাকারিয়া ও মুস্তাফিজুর রহমান।