কিছুক্ষণের মধ্যেই বদলে যেতে পারে বাংলার আকাশ, বড়সড় আপডেট দিল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ বর্ষা বিদায়ের পূর্বে আরও একবার বড় ঝটকা দিতে চলেছে। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, জোরালো হতে শুরু করবে বঙ্গোপসাগরে নিম্নচাপ। দেখাতে শুরু করবে নিজের রূপ। সেইসঙ্গে আরব সাগরেও তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। আবার দক্ষিণ বঙ্গোপসাগর, পূর্ব মধ্য আরব সাগরেও তৈরি হচ্ছে নিম্নচাপ।

চুতুর্থী থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে বাংলার বিভিন্ন প্রান্তে। বৃষ্টির ধারা অব্যাহত ছিল পঞ্চমীর সন্ধ্যাতেও। পাশাপাশি উত্তর আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে, অষ্টমী থেকে দশমী বৃষ্টি পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। সেইসঙ্গে সমুদ্র উত্তাল থাকার কারণে, মৎস্যজীবীদেরও সমুদ্রযাত্রায় জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।

ch1536472

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা34 ° C
সর্বনিম্ন তাপমাত্রা27° C
আদ্রতা85%
বাতাস10 km/h
মেঘে ঢাকা51%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদ এবং রাতের দিকে মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

bvbvbhv

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
পুজোর মরশুমে উত্তর আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে উপকূল এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলিতেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উপকূল এলাকায় বৃষ্টি বাড়তে পারে নবমী এবং দশমীতে।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা আকাশ এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর