টানা এক সপ্তাহ পুরো বাংলা জুড়ে চলবে বৃষ্টি, জারি সতর্কবার্তা: আজকের আবহাওয়া

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ মাঝে কিছুদিন বাতাসে আদ্রতা জনিত অস্বস্তি বেশি থাকার কারণে, তাপমাত্রার পারদ চড়ে থাকলেও, আবার ধীরে ধীরে বৃষ্টির ছোঁয়া পাচ্ছে বঙ্গবাসী। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী, শনিবার সাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে, ভারী বর্ষণের সম্ভাবনা গোটা বাংলা জুড়ে।

উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার কারণে ভারী বৃষ্টির সম্ভাবনা সারা বাংলায়। মঙ্গলবার অবধি চলবে এই আবহাওয়া, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। এই কদিন সমুদ্র উত্তাল থাকার কারণে, মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারী করা হয়েছে।

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা 33 ° C
সর্বনিম্ন তাপমাত্রা 28° C
আদ্রতা 85%
বাতাস 18 km/h
মেঘে ঢাকা 98%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে হালকা বৃষ্টি এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
শনিবার বাংলার বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টি হতে দেখা গিয়েছিল। বিক্ষিপ্ত ভাবে হলেও, উত্তর ২৪ পরগণা, বর্ধমান, বাঁকুড়ায় বৃষ্টির দেখা মিলেছে। আজও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, কোচবিহার ও কালিম্পঙে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে বৃষ্টিপাত এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

X