বৃষ্টি থেকে রেহাই মিলতেই তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর, জাঁকিয়ে পড়বে শীত

বাংলাহান্ট ডেস্কঃ বৃষ্টির ফাঁড়া কেটে গিয়ে এবার কনকনে শীতের দিকে এগোচ্ছে বাংলার প্রকৃতি। দিন কয়েক আগেও নিম্নচাপের বৃষ্টিতে ভিজেছে বাংলা। এবার তা থেকে মুক্তির সময়। রবিবার সকাল থেকে বেশ পরিস্কার আকাশ দেখা গিয়েছে গোটা বাংলা জুড়েই।

সোমবার সকাল থেকেও বেশ রোদ ঝলমলে পরিবেশ বিরাজ করছে। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, এবার আর দুই বঙ্গেই নেই বৃষ্টির সম্ভাবনা। এবার শুধু কনকনে ঠান্ডা নামার সময়। ডিসেম্বরের অর্ধেক হয়ে গেলেও, এখনও সেভাবে উপভোগ করার মত শীত দেখা যাচ্ছে না বাংলায়। আবহাওয়াববিদরা জানিয়েছেন, আগামী সপ্তাহের শেষ দিকে বা তার পরের সপ্তাহের শুরু থেকেই রাজ্যে কনকনে শীতের আগমন ঘটবে।

   

q4 123014102629 1

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা26° C
সর্বনিম্ন তাপমাত্রা16° C
আদ্রতা77%
বাতাস10 km/h
মেঘে ঢাকা51%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদ এবং রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

6 3

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃষ্টির সম্ভাবনা বর্তমানে বাংলায় আর নেই বললেই চলে। বাংলার আবহাওয়ার ক্যালেণ্ডার জুড়ে এখন শুধুই বিরাজ করবে শীত আর শীত। সময় হয়েছে দুপুর রোদে টান টান হয়ে বসে রোদ পোহানোর, সেইসঙ্গে পিঠে পুলি খাওয়ার। লেপ, কম্বল ইতিমধ্যেই আলমারি থেকে জায়গা করে নিয়েছে মানুষের বিছানায়। এখন সময় ঘুরতে যাওয়ার, পিকনিকের।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদ ও রাতের দিকে মূলত আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

 

ad2
Avatar
Smita Hari

সম্পর্কিত খবর