বাংলার আকাশে বইছে ঠাণ্ডা হাওয়া, বৃষ্টির জেরে কমবে রাতের তাপমাত্রাঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ শনিবার সারাদিন মনোরম আবহাওয়া (weather) বিরাজ করেছে। তীব্র রোদের তেজকে কাটিয়ে উঠে কোথাও ঝোড়ো হাওয়া, আবার কোথাও হালকা বৃষ্টিপাত হতেও দেখা গিয়েছে। তবে কলকাতায় বৃষ্টির ফোঁটা না পড়লেও, বেশ একটা ঠাণ্ডা আমেজ বিরাজ করছিল সারাদিন।

শনিবার পেরিয়ে রবিবার সকালের দিকেও হালকা ঠাণ্ডা আমেজ বর্তমান। গায়ে হালকা কিছু দিলে বেশ আরাম অনুভূতও হয়েছে। সকাল থেকে রোদের তেজ নয়, একটা মিষ্টি রোদেলা আবহাওয়া বিরাজ করছে। তাপমাত্রার পারদও কমেছে বেশকিছুটা। আজও বেশকিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

rain 23

উত্তরাখণ্ড, গিলগিট-বালটিস্তান এবং মুজফফরাবাদ, হিমাচল প্রদেশ এবং জম্মু-কাশ্মীর-লাদাখ অঞ্চলে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার নাগাদ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যেতে পারে। তবে বাংলার আবহাওয়ার যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, তা সম্পূর্ণ এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই পরিবর্তীত হয়েছে।

আজকের আবহাওয়া
রবিবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদেলা আকাশ এবং রাতের দিকে আবছা আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

19heat02

আজকের দিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমলেও সর্বনিম্ন তাপমাত্রার কোন পরিবর্তন হবে না বলেই জানিয়েছে হাওয়া দফতর। সকাল থেকে কলকাতার বেশকিছু এলাকায় রোদের প্রকাশ ঘটলেও, তার তীব্রতা অনেকটাই কম। তাপমাত্রার পারদ নেমেছেও বেশ কিছুটা। বৃষ্টির আপাতত কোন সম্ভাবনা না থাকলেও, রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও জানা গিয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর