সকাল থেকেই বৃষ্টি শুরু বাংলার বিভিন্ন প্রান্তে, এই সকল জেলাগুলোতে চলবে বজ্রবিদ্যুতসহ বৃষ্টি : আজকের আবহাওয়া

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ ফুল ফর্মে ব্যাটিং শুরু করে দিয়েছে বৃষ্টি। আবহাওয়া দফতর (weather office) দ্বারা নির্ধারিত সঠিক সময়ে বঙ্গে প্রবেশ করেই, এখনও অবধি বৃষ্টির পারফরম্যান্স সেরা ছিল। আরও সেরা পারফরম্যান্স দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে মৌসুমি যায়ু। সেই কারণেই মঙ্গলবার সকাল থেকে বাংলার বিভিন্ন প্রান্তে কালো মেঘে ঘেরা আকাশের সঙ্গে সঙ্গে আবারও কোথাও কোথাও বৃষ্টিও শুরু হয়েছে দুএক পশলা।

ইয়াসের আগমনে কিছুটা বৃষ্টি পেয়েছিল বাংলার মানুষ। তবে ইয়াস চলে যাওয়ার পর কিছুদিন বৃষ্টির থেমে গেলেও, প্রাক বর্ষার বৃষ্টি সেই অভাব পূরণ করতে চলে এসেছিল। তবে এবার মৌসুমি বায়ুর আগমনের সঙ্গে সঙ্গেই বঙ্গে বর্ষা প্রবেশের পর থেকে বেশ ভালো পরিমানেই বৃষ্টি হতে দেখা যাচ্ছে। চলবে বেশ কয়েকদিন বলে জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা 29° C
সর্বনিম্ন তাপমাত্রা 25° C
আদ্রতা 97%
বাতাস 10 km/h
মেঘে ঢাকা 95%

আজকের আবহাওয়া:

আজকে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার বেশ কিছু জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে ভারি বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে ইতিমধ্যেই বেশকিছু জায়গায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:

বাংলার দক্ষিণের কলকাতা, দুই ২৪ পরগণা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, হুগলি, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, দুই দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া:

আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং বিকেলের দিকে কখনো কখনো বৃষ্টি ও একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

X