চড়ছে পারদ, তবুও এই এলাকা গুলিতে হতে পারে বৃষ্টিঃ আবহাওয়ার খবর

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, তাপমাত্রার পারদও তত বেশি করে চড়ছে। আবহাওয়াও (weather) জানান দিচ্ছে ভোট আসছে। মাঝে কদিন একটু মেঘলা আবহাওয়া বিরাজ করার পর আবারও তীব্র রোদের তেজ অনুভূত হতে শুরু করেছে। মধ্যগগনে সূর্যের তেজে নাজেহাল বঙ্গবাসী।

শীত পেরিয়ে বসন্তের মাঝেও সকালের দিকে কিছুটা হালকা মনোরম আবহাওয়া থাকলেও, বেলার দিকে সমস্তটা যেন উজার করে রোদের তেজ বেরিয়ে আসছে। এখন তাপমাত্রার পারদ কিছুটা উর্দ্ধমুখী থাকলেও, ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। বাংলার দক্ষিণে না হলেও উত্তরে রয়েছে সামান্য বৃষ্টির পূর্বাভাস।

কিছু সময়ের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-র বেশ কিছু এলাকায় বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলার উত্তরে বৃষ্টির পূর্বাভাস থাকলেও, এই মুহূর্তে দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা নেই। তাই দক্ষিণের আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানা গিয়েছে।

আজকের আবহাওয়া
বুধবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে রৌদ্রোজ্জ্বল থেকে আংশিক মেঘলা আকাশ এবং রাতের দিকে আবছা আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আজকের দিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়লেও সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সকাল থেকে হালকা রোদ উঠতে দেখা গিয়েছে। তীব্র রোদের তেজ এখনই দেখা না গেলেও, হালকা রোদ ঘিরে রেখেছ গোটা কলকাতাকে। তবে এই হালকা রোদের মধ্যেই বেশ একটা ঠাণ্ডা আমেজ বর্তমান।

X