খুব শীঘ্রই বাংলা ছাড়বে শীত, বড়সড় আপডেট দিল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ দ্বিতীয় ইনিংসের শুরুতেই বেশ জাঁকিয়ে বসেছে শীত। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী, শেষ পৌষ থেকেই ফের শীতের আমেজে বঙ্গবাসি। মাঘের শুরুতেও ঠাণ্ডার রেশ বর্তমান। তবে এরই মধ্যে আবহাওয়াবিদরা জানিয়েছেন, আর মাত্র কয়েকদিনের অতিথি শীত। কয়েকদিন পরই নিজের জায়গা ছেড়ে দেবে ঋতুরাজ বসন্তের জন্য।

রয়েছে শৈত্যপ্রবাহের সম্ভাবনাও
একদিকে যেমন আগামী সপ্তাহেই শীতের যাবার টিকিট কনফার্ম হচ্ছে, তখন অন্যদিকে বেশকিছু জায়গায় আবার প্রবল শৈত্যপ্রবাহেরও ইঙ্গিত দিল হাওয়া অফিস। শীত যাবার আগে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া ও মুর্শিদাবাদে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

image 100726 1577358440

থাকছে বৃষ্টির পূর্বাভাসও
আবার জানা গিয়েছে, রবিবারের পর থেকেই তাপমাত্রার পারদ একটু একটু করে চড়তে শুরু করবে। আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকায়, কিছু কিছু এলাকায় সকালের দিকে কুয়াশাও দেখা যেতে পারে। তবে রাজ্যের বিভিন্ন এলাকায় সোমবার থেকে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা।

আজকের আবহাওয়া
মাঘের শুরু থেকেই আবারও শীতের কামড় অনুভূত হচ্ছে। কথায় বলে মাঘের শীত বাঘের গায়েও লাগে। এবার মনে হচ্ছে সেরকম শীতের দিকেই এগোচ্ছে আবহাওয়ার পারদ। বাঘের গায়ে না লাগলেও, বাংলার মানুষ কনকনে ঠাণ্ডার আমজে আবারও টের পাচ্ছে।

cold weather bonfire

আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলার আকাশে সকালের দিকে আবছা রৌদ্রোজ্জ্বল আকাশ থাকবে এবং রাতের দিকে মূলত আবছা থাকবে। ঠাণ্ডার পারদ নামলেও গতকালের তুলনায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা হলেও কমে যেতে পারে।


Smita Hari

সম্পর্কিত খবর