খুব শীঘ্রই স্থলভাগে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় জাওয়াদ, মোকাবিলায় প্রস্তুত ৩২ বিপর্যয় মোকাবিলা বাহিনী: আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী, বর্তমান সময়ের নতুন ঘূর্ণিঝড় জাওয়াদ (Jawad) আগামী ৩ রা ডিসেম্বরই শক্তিশালী ঘূর্ণিঝড়ের আকার নিতে চলেছে। এরপর তা ৯০ থেকে ১০০ কিলোমিটার গতিবেগ নিয়ে অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম করতে পারে ৪ ঠা ডিসেম্বর।

ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকাবাসীকে এই বিষয়ে সতর্ক করা হয়েছে। সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য। বেশি প্রভাব পড়বে শ্রীকাকুলাম, বিশাখাপত্তনম ও বিজয়নগরমে। তবে ইতিমধ্যেই বিপদ সংকুল এলাকায় ৩২ টি বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সবরকম পরিস্থিতিতে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুর তাঁরা।

image 469075 1632562544

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা30° C
সর্বনিম্ন তাপমাত্রা19° C
আদ্রতা80%
বাতাস10 km/h
মেঘে ঢাকা51%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা এবং রাতের দিকে মূলত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এবার ধীরে ধীরে লেপ কম্বল বের করার সময় হয়ে যাচ্ছে।

347501 cyclonegulab1

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
এই ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে, শনিবার পূর্ব, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং উত্তরবঙ্গের মালদহে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে। সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা ও রাতের দিকে কয়েকবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর