বাংলাহান্ট ডেস্কঃ মঙ্গলবার সবথেকে ছোট দিন থাকলেও, তাপমাত্রার পারদ সামান্য চড়েছিল। আবহাওয়া দফতর (weather office) জানাচ্ছে, আবারও কিছুটা বাড়তে পারে তাপমাত্রার পারদ। বড়দিনের সামান্য উষ্ণ অনুভূতি পেতে পারে বাংলার মানুষ। তাপমাত্রা খনিকটা নেমে যাওয়ার পর, আবারও কিছুটা বৃদ্ধি পেল।
আজকের আবহাওয়া
বুধবার সকালে কিছুটা কম ঠাণ্ডা অনুভুত হচ্ছে। শীতের কামড় টের পেতে শুরু করেছে মানুষজন। ধীরে ধীরে এবার হালকা শীত পোশাক ছেড়ে ভারী এবং মোটা শীত পোশাক পড়তেও শুরু করে দিয়েছে। তবে ঠাণ্ডা পড়লেও, তাপমাত্রার পারদ সামান্য বৃদ্ধি পেয়েছে।
আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলার আকাশে সকালের দিকে আবছা রোদ এবং রাতের দিকে মূলত আবছা থাকবে। ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ।
আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়
এদিকে আবার ঠাণ্ডার পাশাপাশি আবহাওয়াবিদরা আরও এক আশঙ্কার কথা জানিয়েছেন। আমফান, নিভার, বুভেরির পর এবার ভারতের দিকে আছড়ে পড়তে চলেছে আরও এক শক্তিশালী ঘূর্ণিঝড়। পূর্বের ঝড়গুলোর ক্ষতের চিহ্ন এখনও বেশকিছু এলাকাতে মিলিয়ে উঠতে পারেনি। তার আগেই আবারও এক ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় ভারতের উপর আছড়ে পড়ার পূর্বাভাস দিলেন দক্ষিণ কোরিয়ার পুসান বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।
গত ১৩ মাস ধরে ‘অ্যালেফ’ নামক সুপারকম্পিউটারের উপর গবেষণা চালিয়ে তারা জানিয়েছেন, ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত অঞ্চলে বিশ্ব উষ্ণায়নের ফলেই ঘূর্ণিঝড় এবার সুপার সাইক্লোন রূপে আছড়ে পড়তে পারে। তবে কবে এবেং ঠিক কোথায় এই শক্তিশালী ঘূর্ণিঝড় আছড়ে পড়বে, তা এখনও সঠিকভাবে জানা যায়নি।