আবারও বাংলায় বৃদ্ধি পাবে তাপমাত্রা, তারিখ জানাল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ সকাল থেকেই কুয়াশা ঘেরা বাংলার আবহাওয়া (weather)। কুয়াশার এমনি দাপট যে, কাছের মানুষকেও পরিস্কারভাবে দেখা যাচ্ছে না। ঘন কুয়াশায় ঢেকে রয়েছে গোটা বাংলা। সঙ্গে অতিরিক্ত পাওয়া হিসেবে রয়েছে শিশির। বৃষ্টির মতই আকাশ থেকে ঝড়ে পড়ছে শিশিরবিন্দু।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার রাত থেকেই কমতে শুরু করেছে তাপমাত্রা। জানুয়ারির শেষ সপ্তাহে এসেও নিজের ভাবমূর্তি বেশ ভালো ভাবেই ধরে রেখেছে শীতল আবহাওয়া। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকেই বাড়বে তাপমাত্রার পারদ। তার আগেই নিজের সর্বশেষ শক্তি প্রয়োগের পথে শীত।

kuasha

আজকের আবহাওয়া
আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলার আকাশে সকালের দিকে কুয়াশা ঘেরা থাকলেও, ধীরে ধীরে তা পরিস্কার হয়ে যাবে এবং রাতের দিকে মূলত মূলত পরিষ্কার থাকবে।

হাওয়া অফিস সতর্কবার্তা দিয়েছে, এখনই যেন বঙ্গবাসী লেপ -কম্বল তুলে না রাখে। কারণ শেষ বেলায় একটু ঝটকা দিতে চাইছে শীত। তবে রবিবার থেকে আবারও বাড়বে তাপমাত্রার পারদ। পাত্তারি গোটাবে শীত।

1604864216 1604697442 shutterstock 533462248

বাড়বে তাপমাত্রা
শনিবার বাংলার দক্ষিণবঙ্গে বেশ কুয়াশাচ্ছন্ন চারিপাশ দেখা যাচ্ছে। একই অবস্থা বাংলার উত্তরবঙ্গেও। মালদা, উত্তর দিনাজপুরের পাশাপাশি মেঘালয়, মনিপুর, অসম মিজোরাম ও ত্রিপুরাতেও কুয়াশাচ্ছন্ন আকাশ বর্তমান। তবে জানা গিয়েছে, রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করে তা উত্তুরে হাওয়ার পথে বাঁধা হয়ে দাঁড়াবে। যার কারণে সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।

Smita Hari

সম্পর্কিত খবর