বাংলাহান্ট ডেস্কঃ সঠিক সময়েই বঙ্গে প্রবেশ করেছে বর্ষা। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী, প্রথম ইনিংস পার করে এবার সেকেন্ড ইনিংসের দিকে পা বাড়াচ্ছে বর্ষা। প্রথম ইনিংসের টানা বৃষ্টিতে ভিজেছে গোটা বঙ্গই, জলমগ্ন হয়ে পড়েছিল বহু এলাকা। তবে দ্বিতীয় ইনিংসের বেশিরভাগ প্রভাবই পড়বে উত্তরবঙ্গে- এমনটাই জানা গিয়েছে।
সেকেন্ড ইনিংসে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায়, পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। জানিয়েছেন, বাড়তে পারে নদীর জলস্তরও। যার ফলে আবারও একটি প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে বাংলায়। উত্তরবঙ্গের পাশাপাশি রবিবার থেকে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও।
আবহাওয়ার খবর :
সর্বোচ্চ তাপমাত্রা | 33° C |
সর্বনিম্ন তাপমাত্রা | 27° C |
আদ্রতা | 88% |
বাতাস | 13 km/h |
মেঘে ঢাকা | 65% |
আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে মেঘ বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে।
উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
রবিবার এবং সোমবার উত্তরের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে মঙ্গলবার থেকে আবারও বৃষ্টি বৃদ্ধি পেতে পারে বলেও জানা গিয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গেও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে কিছুটা পরিষ্কার হয়ে আসবে আকাশ।