বাংলার বেশ কয়েকটি জেলায় চলবে ভারী বৃষ্টি, নামতে পারে ধস- সতর্কতা জারি করল আবহাওয়া দফতর

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী, রবিবার বাংলার বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির প্রভাব দেখা গিয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তররের জেলাগুলিতে তুমুল বৃষ্টির পূর্ভাবাস ছিল। সেইমত আজও উত্তরের বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলবে সপ্তাহভোর। জারি করা হয়েছে সতর্কতাও।

সেকেন্ড ইনিংসে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায়, পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। জানিয়েছেন, বাড়তে পারে নদীর জলস্তরও। যার ফলে আবারও একটি প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে বাংলায়। উত্তরের জেলাগুলোতে বৃষ্টির জেরে ধস নামার সম্ভাবনা থাকায় সোমবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকায়, শনিবার অবধি কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা34° C
সর্বনিম্ন তাপমাত্রা28° C
আদ্রতা86%
বাতাস11 km/h
মেঘে ঢাকা35%

আজকের আবহাওয়া:

আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:

রবিবার থেকেই আবারও বৃষ্টির সেকেন্ড ইনিংস শুরু হয়ে গিয়েছে, যার বেশিভাগ প্রভাবটাই দেখা যাচ্ছে উত্তরবঙ্গে। সোমবারও ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং। পাশাপাশি মঙ্গলবার থেকে অতি ভারী বৃষ্টির জেরে, উত্তরের জেলাগুলোতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেইসঙ্গে দক্ষিণেও চলবে বিক্ষিপ্ত বৃষ্টি।

আগামীকালের আবহাওয়া:

আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

সম্পর্কিত খবর

X