শীতের পথে বাঁধা হচ্ছে ভিলেন ঘূর্ণাবর্ত, তাপমাত্রা বাড়ছে বাংলায়ঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ আবারও সেই বাঁধ সাধছে ঘূর্ণাবর্ত। আবহাওয়ার (Weather) শিরোনামে যেই কনকনে ঠাণ্ডা জায়গা করছে, ঠিক তখনই জায়গা দখলের লড়াইয়ে নাম লেখাচ্ছে ভিলেন ঘূর্ণাবর্ত। ঠিক যখনই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সৃষ্টি হচ্ছে, তখনই বাড়ছে বাংলার তাপমাত্রা। ঠাণ্ডা পালাচ্ছে ঘূর্ণাবর্তের তাড়নায়।

বেলা বাড়তেই বাড়ছে তাপমাত্রার পারদ
কলকাতা শহরে ভোরের দিকে কিছুটা ঠাণ্ডা অনুভূত হলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করছে। সেইসঙ্গে একটু চড়ে থাকছে রাতের তাপমাত্রাও। যার ফলে শীতের কাঁথা গায়ে দিয়েও ঘেমে যাচ্ছে বাংলার মানুষ। তবে রাতের দিকে কিছুটা হলেও আজ অর্থাৎ শুক্রবার তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

in delhi cold 1

আজকের আবহাওয়া
এদিকে শুক্রবার সকাল থেকে কলকাতা শহরে তাপমাত্রা খুব একটা কমেনি। বরং আগের বেশ কিছু দিনের তুলনায় আজকের রাতের তাপমাত্রা কিছুটা হলেও বৃদ্ধি পেতে পারে। কেমন যেন একটু গরম অনুভব করছে বাংলার মানুষ। তবে কমতে পারে রাতের তাপমাত্রা।

আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলার আকাশে সকালের দিকে মূলত আবছা রৌদ্রজ্জ্বল আকাশ থাকবে এবং রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বেলার দিকে কিছু উষ্ণতা অনুভূত হলেও, ভোরের দিকে তাপমাত্রার পারদ বেশ কিছুটা নিম্নগামী থাকছে।

india cold weather reut 670

বাংলার পরিস্থিতি
আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাংলার দক্ষিণ দিকে বৃষ্টির কোন পূর্বাভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে কিছু সময়ের মধ্যে বাংলার উত্তরের দার্জিলিং-এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু পরবর্তীতে আবারও সবকিছু স্বাভাবিক থাকবে।


Smita Hari

সম্পর্কিত খবর