ভালোবাসার সপ্তাহেও চলতে পারে শীতের দাপট, ইঙ্গিত দিল আবহাওয়া দফতর

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ ক্রমশ বাড়ছে শীতের দাপট। তাপমাত্রার পারদ নামার কোন নাম গন্ধ নেই। আবহাওয়ার (weather) খবরে এখন একাই স্বমহিমায় রাজ করছে কনকনে ঠাণ্ডা। এখনও চলবে বেশ কিছুদিন। রিপোর্ট বলছে, বিগত ১০ বছরে শীতের এমন লম্বা ইনিংস দেখেনি বাংলার মানুষ।

সামনেই আসছে আবার ভ্যালেন্টাইনস ডে আর সরস্বতী পুজো। বাঙালির এই প্রেম প্রেম মরশুমেও মনে হয় না খুব একটা চড়বে তাপমাত্রার পারদ। ডিসেম্বরের শেষের দিকেই একবার শীত পালিয়ে গিয়ে যেন আরও কয়েকটা ব্যাডিং নিয়ে জাঁকিয়ে বসার ফন্দি এঁটেছিল।

আজকের আবহাওয়া
আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলার আকাশে সকালের দিকে আবছা রোদ এবং রাতের দিকে মূলত পরিস্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস ইতিমধ্যেই শৈত্যপ্রবাহের কারণে বাচ্চা এবং বয়স্কদের সকালের দিকে এবং রাতের দিকে ঘর থেকে বেরোতে নিষেধ করে জারি করেছিল হলুদ সতর্কবার্তা। আবহাওয়াবিদদের নির্দেশ, এখনই বঙ্গবাসীর লেপ -কম্বল তুলে রাখার কোন প্রয়োজন নেই। ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহ পার করেও যেতে পারে এই শীতের আমেজ।

এরই মধ্যে বেশকিছু জায়গায় ঘন কুয়াশাও দেখা দিয়েছে। উত্তরের বেশ কিছু এলাকার পাশাপাশি এই কুয়াশার দাপট দেখা গিয়েছিল বাংলার দক্ষিণেও। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠতেও দেখা গিয়েছিল। আবহাওয়া অধিকর্তা গণেশকুমার দাস জানিয়েছেন, ‘শীতের এমন খামখেয়ালিপনা নতুন নয়। ২০০৮ সালেও শীত বিদায় নেওয়ার পূর্বে ফেব্রুয়ারীতেও হাড়ে কাঁপন ধরিয়ে দিয়েছিল’।

X