বাংলাহান্ট ডেস্কঃ শনিবার ভোরের দিকে কিছুটা ঠাণ্ডা আবহাওয়া (weather) বিরাজ করলেও, আবহাওয়া রিপোর্ট বলছে বেলা বাড়তেই তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সকালের দিকে যতই নরম আবহাওয়া থাকুক না কেন, বেলা বাড়তেই চড়বে তাপমাত্রার পারদ।
বাংলার দুই দিকে দুরকম আবহাওয়া বিরাজ করছে। দক্ষিণে যেমন কাঠাফাটা রোদ উঠতে দেখা যাচ্ছে। অন্যদিকে উত্তরে বৃষ্টির সঙ্গে তুষারপাত হতেও দেখা যাচ্ছে। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে বৃষ্টির তো কোন চিহ্নমাত্র নেই। উলটে তাপমাত্রা বেড়ে ৩৮ ডিগ্রির ঘরে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
উত্তরের বেশকিছু এলাকায় দার্জিলিং, কালিম্পং সহ বেশকিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ২৪ ঘণ্টায়। আবার অন্যদিকে জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাদে আগামী ৭ ই মার্চ বিছিন্ন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজকের আবহাওয়া
শনিবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদেলা আকাশ এবং রাতের দিকে আবছা আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
শনিবার বাংলার তাপমাত্রার রিপোর্টে সকালের দিকে তাপমাত্রার কোন পরিবর্তন না হলেও, রাতের দিকে কিছুটা তাপমাত্রা কমতে পারে বলে মনে করা হচ্ছে। যার জেরে ভোররাতের দিকে গায়ের হালকা কিছু দিলেও বেশ আরামদায়ক হয়। তবে বেলা বাড়তেই যা রোদের তেজ দেখা যাচ্ছে, তাতেই গা পুড়ে যাওয়ার যোগাড় হয়েছে বঙ্গবাসীর। উত্তর দিকের পারদ কিছুটা কমলেও, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণের বাতাসের উষ্ণতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।