বাংলাহান্ট ডেস্কঃ গরমে অস্থির বঙ্গবাসী, সাময়িক বৃষ্টিতেও যেন ভরছে না বাঙালীর মন। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী, ১১ ই জুন বঙ্গে বর্ষা প্রবেশের দিন নির্ধারণ করা হলেও, গ্রীষ্মের দাবদাহে বৃষ্টির জন্য হা-পিত্যেশ করে বসে আছে মানুষজন। তবে বর্ষার আগমনের পূর্বেই প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজছে গোটা বাংলা।
আবহাওয়ার খবর :
সর্বোচ্চ তাপমাত্রা | 37° C |
সর্বনিম্ন তাপমাত্রা | 28° C |
আদ্রতা | 76% |
বাতাস | 13 km/h |
মেঘে ঢাকা | 79% |
আজকের আবহাওয়া :
সোমবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে মেঘলা আকাশ এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া :
বাংলার উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, সিকিম, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার-এই সকল এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ। দক্ষিণবঙ্গে এখনও সেভাবে বৃষ্টি শুরু না হলেও, বাংলার উত্তরে ভারী বৃষ্টির দেখা মিলতে শুরু করেছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া :
দুই মেদিনীপুর, দুই ২৪ পরগণা, হাওড়ায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধামান, মুশির্দাবাদ, নদিয়ায় আজকের দিনে বৃষ্টির পরিস্থিতি না হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের বেশিরভাগ সময়টাই রৌদ্রজ্জ্বল থাকবে বলে জানা গিয়েছে।
আগামীকালের আবহাওয়া :
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির আশেপাশে থাকবে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল গোটা বাংলা জুড়েই রয়েছে ভারী বৃষ্টি এবং সেইসঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা