বাংলাহান্ট ডেস্কঃ আবহাওয়ার (Weather) পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা জানিয়েছিল আবহাওয়া দফতর। সেইমত মঙ্গলবার সকাল থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। পাশাপাশি বেশকিছু এলাকায় মেঘের গর্জনও শোনা যাচ্ছে।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় জারী করা হয়েছে হলুদ সতর্কতা। সেইসঙ্গে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই চণ্ডিগড়, দিল্লি, উত্তর রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা এবং পশ্চিম উত্তরপ্রদেশে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আজকের তাপমাত্রা
আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকাল থেকেই শহরের আকাশে কালো মেঘের উপস্থিতি। বৃষ্টি শুরু হয়েছে ভোররাত থেকেই। সকালের দিকে বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুত সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।
বেলা বাড়ার সাথে সাথে বেশ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এবং সেইসঙ্গে বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে না। বাতাসে জলীয় বাস্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি বৃদ্ধি পাবে বলে জানাচ্ছে আবহাওয়াবিদরা।
কোথায় কোথায় বৃষ্টি হবে?
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার উত্তরবঙ্গের এই ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জানাছে হাওয়া অফিস। অতি ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গে হলুদ সতর্কতা জারী করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের কলকাতা সহ পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুরেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়ে গেছে।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা