বাংলাহান্ট ডেস্কঃ কিছুদিন বিরতি নিয়ে আবারও দক্ষিণবঙ্গের আবহাওয়ার (weather) পরিবর্তন ঘটিয়ে সাময়িক ভাবে ফিরে এসেছে বর্ষা। টানা কয়েকদিন টেস্ট ম্যাচ খেলে, সাময়িক বিরতি নিয়েছিল বৃষ্টি। তবে আবারও বিক্ষিপ্তভাবে দক্ষিণের আকাশে ফিরছে। উত্তরের আকাশে তুলনামূলক কম বৃষ্টি দেখা যাচ্ছে।
দক্ষিণের আকাশ
বুধবার বাংলার দক্ষিণের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, বৃহস্পতিবার সকাল থেকে আবারও চড়া রোদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তবে বাতাসে আদ্রতার পরিমাণও বেশ কম। সপ্তাহান্তে শনিবার আবারও দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। হালকা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া দফতর।
আজকের তাপমাত্রা
আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকাল থেকেই শহরের আকাশে রোদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও, তাপমাত্রার উষ্ণতা কিছুটা হলেও কম। বেশ একটা হালকা ঠাণ্ডা অনুভূত হচ্ছে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, আজকে সকালের দিকে শহরের বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে বিকালের দিকে ধীরে ধীরে আবছা আলো বিরাজ করবে।
মৌসুমি অক্ষরেখার অবস্থান এবং উত্তরের আবহাওয়া
আবহাওয়াবিদরা জানিয়েছে, মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ বর্তমানে গয়া থেকে ফারাক্কা হয়ে বাংলাদেশ ও অসমের উপর দিয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও দক্ষিণ অসমের উপর রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। তবে উত্তরবঙ্গে এখন ভারী বৃষ্টি অপেক্ষা ধীরে ধীরে কমবে এই বৃষ্টিপাত। আবার সপ্তাহান্তে বেশ কয়েকটি জায়গায় হতে পারে ভারি বৃষ্টিপাত।