বাংলার দিকে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিঃ পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্কঃ আজকের আবহাওয়া (Weather today) রিপোর্ট থেকে জানা যাচ্ছে, উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পর দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুতসহ বৃষ্টিপাত। সেইসঙ্গে মঙ্গলবার অবধি উওরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির পূর্বাভাস থাকলেও, তাপমাত্রার পারদ কিছুই কমছে না, উল্টে বেড়েই চলেছে। বাতাসে আদ্রতার পরিমাণও অনেক বেশি।

মৌসুমী অক্ষরেখা ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে এগোচ্ছে। উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতে বাড়বে বৃষ্টির পরিমাণ। সেইসঙ্গে উত্তরের বিভিন্ন জেলায় রয়েছে ভারী বৃষ্টির আশঙ্কা। এছাড়া রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও বঙ্গোপসাগরের উপর রয়েছে ঘূর্ণাবর্ত। পাশাপাশি গোটা রাজ্য জুড়ে রবিবার এবং সোমবার রয়েছে বৃষ্টির আভাস।

rain 12

আজকের তাপমাত্রা
আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকাল থেকেই শহরে রোদের ঝলকানি লক্ষ্য করা যাচ্ছে। সেইসঙ্গে বিগত কয়েকদিন ধরে রয়েছে প্যাচপ্যাচে গরম। নাজেহাল মানুষজন।

আবহাওয়া দফতর জানাচ্ছে, আজকে সকালের দিকে শহরের বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনার পাশাপাশি বিকেলেও বিক্ষিপ্তভাবে রয়েছে ঝড় বৃষ্টির আশঙ্কা।

Rain 13

বাংলার আবহাওয়া
উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়- দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। সেইসঙ্গে নদীর জলস্তর বৃষ্টি পাওয়ার আশঙ্কা। তবে নদীর জলস্তর বৃদ্ধি পেলেও, বন্যার সম্ভাবনা খুবই কম। তেমনই আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হতে পারে বৃষ্টি।


Smita Hari

সম্পর্কিত খবর