কমল বৃষ্টির সম্ভবনা, মেঘ ঘনীভূত হওয়ায় বাড়ছে গরমঃ আবহাওয়ার খবর

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ চড়ছে পারদ, বাড়ছে প্যাচপ্যাচে গরম। আবহাওয়ার (Weather) রিপোর্টে বৃষ্টির খবর থাকলেও, বাতাসে আদ্রতার পরিমাণ কমার কোন লক্ষণই নেই। সারাদিনের কাজের পর গরমে নাজেহাল হয়ে পড়ছে মানুষজন। তবে আজকে বাংলার বেশ কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর।

মৌসুমি অক্ষরেখার অবস্থান
মৌসুমী অক্ষরেখা ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে এগোচ্ছে। উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতে বাড়বে বৃষ্টির পরিমাণ। সেইসঙ্গে উত্তরের বিভিন্ন জেলায় রয়েছে ভারী বৃষ্টির আশঙ্কা। এছাড়া রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও বঙ্গোপসাগরের উপর রয়েছে ঘূর্ণাবর্ত। পাশাপাশি গোটা রাজ্য জুড়ে রবিবার এবং সোমবার রয়েছে বৃষ্টির আভাস।

আজকের তাপমাত্রা
আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকাল থেকেই শহরে আবছা মেঘলা আকাশ দেখা যাচ্ছে। চারপাশটায় কেমন একটা গুমোট ভাব। তবে আজ রাজ্যের বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে রয়েছে বৃষ্টির আভাস।

দক্ষিণে বৃষ্টির আভাস
আবহাওয়াবিদরা জানাচ্ছে, বাংলার দক্ষিণবঙ্গে আজ বিভিন্ন এলাকায় আর কিছুক্ষণের মধ্যেই ঘোর বর্ষা আসন্ন। গরমের হাত থেকে কিছুটা হলেও রেহাই মেলার সম্ভাবনা রয়েছে।

উত্তরে বাড়বে নদীর জলস্তর
পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়- দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। সেইসঙ্গে নদীর জলস্তর বৃষ্টি পাওয়ার আশঙ্কা। তবে নদীর জলস্তর বৃদ্ধি পেলেও, বন্যার সম্ভাবনা খুবই কম।

X