প্রতিভা থাকতেও কাজ মিলছিল না এতদিন! অবশেষে এই বাংলা সিরিয়ালে ফিরলেন কাঞ্চন মল্লিক

বাংলা হান্ট ডেস্ক : একটা সময় নব্বইয়ের দশকের যে কোন সিনেমাই এককথায় অসম্পূর্ণ ছিল কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) ছাড়া। তার অভিনয়, হাঁটাচলা, ভাবভঙ্গি সর্বোপরি ফিনফিনে রোগা চেহারা আর সেই সাথে মজার সংলাপ বারবার মন জয় করে নিয়েছে  বাংলা সিনেমাপ্রেমীদের। ইন্ডাস্ট্রিতে কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) কৌতুক অভিনেতা হিসেবে জনপ্রিয়তা পেলেও বিভিন্ন শেডের চরিত্রে অভিনয় করে নিজের অভিনয়ের জাত চিনিয়েছেন তিনি।

বাংলা সিরিয়ালে ফিরছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick):

তবে অভিনয় জীবনে খ্যাতির শীর্ষে পৌঁছালেও শুরুটা অতটাও মসৃণ ছিল না। একটা সময় বাংলা সিনেমার পাশাপাশি দাপিয়ে অভিনয় করেছিলেন বাংলা সিরিয়ালেও (Bengali Serial)। তবে ইদানিং তাঁকে আর সেভাবে দেখা যায় না বাংলা সিরিয়ালে। তাছাড়া এখন অভিনেতার অভিনয় জীবনের তুলনায় অনেক বেশি চর্চায় থাকে তাঁর ব্যক্তিগত জীবন।

টেলিভিশনের পর্দায় কাঞ্চন মল্লিককে শেষবার দেখা গিয়েছিল ২০২১ সালে কালার্স বাংলার ‘বসন্ত বিলাস মেসবাড়ি’  ধারাবাহিকে। এরপর ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ সহ একাধিক ধারাবাহিকে বেশ কিছু ছোটখাটো চরিত্রে দেখা গেলেও  ছোট পর্দায় আর সেভাবে দেখা যায়নি কাঞ্চন মল্লিককে। তবে  দীর্ঘদিনের বিরতি কাটিয়ে আরও  একবার কালার্স বাংলার হাত ধরেই অভিনেতা ফিরছেন ছোট পর্দায়।

আরও পড়ুন :  ‘এই সময়ের উত্তম কুমার’! আবির সম্পর্কে এ কি বলে বসলেন রাজ?

আসলে কালার্স বাংলার টেলি সিরিজের হাত ধরেই আরো একবার কামব্যাক করছেন অভিনেতা। অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালিত এই টেলি সিরিজ গুলির এক একটিতেই  থাকবে মোট ১০০ দিনের এপিসোড।  ইতি মধ্যেই যার শুটিং-ও শুরু হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, এই ধারাবাহিকে খুবই সাধারণ একটি চরিত্রে অভিনয় করতে চলেছেন কাঞ্চন মল্লিক।  সেখানে তাঁর  বয়স বাড়িয়েও  দেখানো হতে পারে।

Kanchan 3

জানা যাচ্ছে আগের সিরিয়ালটির মতো এই সিরিয়ালটিতেও কাঞ্চন মল্লিকের সাথে অভিনয় করতে  দেখা যাবে স্টার জলসার ‘মেয়েবেলা’ খ্যাত ডোডোদাদা অভিনেতা অর্পণ ঘোষালকে। এছাড়াও থাকছেন আরো একঝাঁক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা। তবে এখন দেখার দীর্ঘদিন পর ছোট পর্দায় কামব্যাক করে দর্শকদের মনে কতখানি ছাপ ফেলতে পারেন কাঞ্চন মল্লিক।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর