বাংলা হান্ট ডেস্ক : ছবি মুক্তি পাওয়ার কথা ছিল ২০১৯ সালেই। তবে আইনি জটিলতার কারণে এতদিন সবটাই ছিল বিশ বাও জলে। এরপর অবশেষে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে মুক্তি পেতে চলেছে প্রবীর রায় পরিচালিত উত্তম কুমারের (Uttam Kumar) বায়োপিক (Biopic) ‘যেতে নাহি দিবো’। চলতি সপ্তাহেই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে তার আগেই আরেকপ্রস্থ ট্রোলিং-র শিকার হতে হল ছবির নির্মাতাদের। শুরু হয়েছে প্রবল সমালোচনা।
উল্লেখ্য, ছবিতে উত্তম কুমারের বেশি বয়সের চরিত্রে অভিনয় করেছেন সুজন নীল মুখোপাধ্যায় (Sujan Neel Mukhopadhyay)। মহানায়কের ভূমিকায় অভিনেতার লুক নিয়ে শুরু হয়েছে হাসিহাসি। জানা যাচ্ছে, ছবিতে উত্তম কুমারের শৈশব থেকে মৃত্যুকাল পর্যন্ত সময়সীমাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন পরিচালক। যে কারণে এই ছবিকে তিনি বায়োপিক না বলে ‘ডকু ফিচার’ হিসেবে দেখছেন। এই প্রসঙ্গে পরিচালক বলেন, ‘‘ওঁর জীবনের শেষ সাত বছর আমি ওঁর সান্নিধ্য পাই। ফলে অনেক অজানা তথ্য এই ছবিতে রাখার চেষ্টা করেছি।’’
উল্লেখ্য, ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ২০১৯ সালে। তবে সেই সময় উত্তম কুমারের পরিবারের তরফ থেকে আপত্তি তোলা হয় এবং তা কোর্ট অবধি গড়ায়। এই প্রসঙ্গে প্রবীর বলেন, ‘‘ওরা ছবি না দেখেই অভিযোগ করেছিলেন, আমি নাকি উত্তম কুমারকে বদনাম করছি! অগস্ট মাসে আদালতের রায় পেয়ে ছবিটা ১ সেপ্টেম্বর একটা হলে রিলিজ় করি। এ বার পুরোদমে ছবিটা মুক্তি পাচ্ছে।’’ তবে এতকিছুতেও কি শেষরক্ষা হলো? কারণ সুজনের ফার্স্ট লুক সামনে আসতেই শুরু হয়েছে প্রবল ট্রোলিং।
আরও পড়ুন : ‘এটা হাতের বাইরে..’, বিয়ে ভাঙার গুঞ্জনের মাঝেই বৌকে নিয়ে বড় বয়ান ইন্দ্রাশিসের
যদিও এইসব ট্রোলিং নিয়ে খুব একটা জটিলতায় যেতে চান নি প্রবীর। তিনি বেশ সহজ ভাষাতেই বললেন, ‘‘উত্তম কুমারের বিকল্প নেই, সেটা আমিও জানি। কিন্তু কনটেন্টের কথা মাথায় রেখে কাউকে তো নিতেই হত।’’ পরিচালক বলেন, সুজন নীলের একটা সানগ্লাস পরিহিত ছবি দেখে তার মনে হয়, উত্তম কুমারের চরিত্রের জন্য তিনি পারফেক্ট হতে পারেন। এইদিন পরিচালক আরও জানান, গল্পেও এমনকিছু নেই যেটা দেখে উত্তম কুমারের জীবনকে বিতর্কিত মনে হতে পারে।
আরও পড়ুন : TRP তলানিতে! ‘তুমি আশেপাশে থাকলে’ আসতেই রাতারাতি বন্ধের মুখে স্টার জলসার এই সিরিয়াল
অন্যদিকে অনস্ক্রীন উত্তম কুমার অর্থাৎ সুজনকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমাদের সাংস্কৃতিক জগতের বিগ্রহদের নিয়ে কোনও কিছু তৈরি হলে সেটা বাঙালির কাছে আবেগের বিষয়। সেখানে ভয় তো ছিলই। কিন্তু অজানা তথ্যগুলো দর্শকদের ভাল লাগবে।’’ পাশাপাশি তিনি আরও জানিয়ে দেন যে, উত্তম কুমারের মত দেখতে কেউই নেই। তার কাছে দেখার চেয়েও গুরুত্বপূর্ণ হল তিনি চরিত্রটাকে কত সুন্দরভাবে উপস্থাপন করতে পারছেন। সাথে তিনি এটাও জানালেন যে, এই ছবিতে তিনি কোনোভাবেই মহানায়ককে অনুকরণ করার চেষ্টা করেননি।
আরও পড়ুন : এ তো ধর্ষণ! গিনির উপর রূপের অত্যাচার দেখে শিউরে উঠছে দর্শক, টিভির আগেই ফাঁস আগাম পর্ব
ট্রোলিং নিয়েও খুব একটা মাথা ঘামাননা সুজন। বরং ট্রোলিং যে আমাদের সংস্কৃতির অংশ সেটা মেনেই নিলেন অভিনেতা। সুজনের কথায়, ‘‘মানুষের বলার অধিকার আছে। তাই আলোচনা হোক, ক্ষতি নেই। আমার বিষয়টা খুব একটা খারাপ লাগছে না। ছবি দেখে দর্শক যা বলবেন মাথা পেতে মেনে নেব।’’ উল্লেখ্য, সুপ্রিয়া দেবীর বেশি বয়সের চরিত্রে রয়েছেন মল্লিকা সিংহ রায়। শকুন্তলা বড়ুয়াকে দেখা যাবে কানন দেবীর চরিত্রে এবং সাবিত্রী চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করছেন পায়েল রায়।