টলিউড পরিচালকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ! নির্যাতন নিয়ে সরব জনপ্রিয় অভিনেত্রী, কে জানেন?

বাংলা হান্ট ডেস্কঃ এক মেয়ের ন্যায় বিচারের জন্য আজ পথে নেমেছে বাংলা, গর্জে উঠেছে টলিউড। কিন্তু তা সত্ত্বেও নিত্যদিনই এমন এমন খবর সামনে আসে যা রীতিমতো চমকে দেয়। এখন যেমন শোনা যাচ্ছে, টলিপাড়ার (Tollywood) এক জনপ্রিয় পরিচালকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছেন ইন্ডাস্ট্রিরই এক অভিনেত্রী।

প্রথমসারির পরিচালকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ টলিউড (Tollywood) অভিনেত্রীর!

একটি মিডিয়া রিপোর্ট বলছে, এই বছর এপ্রিল মাসে ঘটনাটি ঘটেছিল। কানাঘুষো থেকে এমনটাই জানা যাচ্ছে। শ্যুটিং চলাকালীনই পরিচালকের বিরুদ্ধে ফুঁসে উঠেছিলেন ওই শিল্পী। ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর উইমেন-এর অফিসে তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলে খবর। এখনও নাম প্রকাশ্যে না আনলেও ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

   


সম্প্রতি যেমন এই নিয়ে অভিনেত্রী দামিনী বেণী বসু (Daminee Benny Basu) সুর চড়িয়েছেন। সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করেন অভিনেত্রী। সেখানে লিখেছেন, ‘একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করা যাক, আপনি কি নিজের কর্মক্ষেত্রে সুরক্ষিত? নাকি আপনি সবসময় একজন প্রভাবশালীর ভয়ে থাকেন? (তিনি একজন শক্তিশালী পরিচালক, জনপ্রিয় অভিনেতা, অর্থায়নকারী, একজন প্রযোজক, একজন কাস্টিং এজেন্ট যে কেউ হতে পারে)। প্রিয় শিল্পী, আপনাদের নিরাপত্তার ব্যাক আপ কী?’

আরও পড়ুনঃ ‘উলঙ্গ করে যৌনাঙ্গের ওপর…’! ধর্ষকদের জন্য ‘চরম শাস্তি’ বাছলেন শুভশ্রী, কী জানেন?

এখানেই না থেমে দামিনী বেণী আরও লেখেন, ‘গোটা দুনিয়ার সামনে প্রশ্ন করছি, প্রিয় টালিগঞ্জ এবং এর নিবন্ধিত ফোরাম এবং ফেডারেশন, অ্যাসোসিয়েশন, গিল্ড এবং অন্যান্যরা- আপনাদের মোমবাতি মিছিল, গান প্রশংসার যোগ্য। তবে মহিলাদের জন্য আপনাদের কি আইনগত বিধান রয়েছে? নির্যাতন, যৌন সহিংতার ক্ষেত্রে মহিলা এবং প্রান্তিক পরিচয়ের মানুষরা কোথায় যাবে? POSH, POCSO-এর মতো কিছু কি আদৌ রয়েছে?’

Tollywood actress Daminee Benny Basu

টলিপাড়ার (Tollywood) প্রথমসারির পরিচালকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ উঠলেও তাঁকে নিয়ে কিছু বলেননি অভিনেত্রী। আরজি কর কাণ্ডে যখন উত্তাল বাংলা, তখন এমন ঘটনা সামনে আসায় ফের একবার প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে নারী সুরক্ষা। কর্মক্ষেত্রে যদি মেয়েরা সুরক্ষিতই না হন, তাহলে চলবে কীভাবে? আপাতত এই প্রশ্নই তুলছেন সকলে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর