দাম দেয়নি বাংলা! গায়ে পুলিশের উর্দি, ঘোলাটে চোখ,মহাপ্রভু যীশুর ভয়ানক রূপ দেখে হাঁটু কাঁপছে দর্শকদের

বাংলা হান্ট ডেস্ক : বাংলা তো বটেই পাশাপাশি হিন্দি এবং দক্ষিণী দুনিয়াতেও (South Industry) ভালোই আসর জমিয়েছেন যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। যখনই কোথাও এন্ট্রি নিচ্ছেন তখনই বোমা ফাটাচ্ছেন যেন। প্রতিবারই ভিন্ন স্বাদের চরিত্রে নিজেকে নতুনভাবে মেলে ধরছেন অভিনেতা। অনুরাগীরাও অভিনেতার এই নতুন নতুন অবতার বেশ চুটিয়ে এঞ্জয় করছেন। অনেকেই তো আবার এটাও বলছেন যে, বাংলা ইন্ডাস্ট্রি যিশুকে ব্যবহারই করতে পারেননি।

বাংলায় চকলেট বয় যিশুর ইমেজ এমনই ছিল যে নায়ক বা পার্শ্বচরিত্রের বাইরে অন্য চরিত্রে যেন ভাবতেই পারতনা কেউ। আর খলনায়কের চরিত্রে তো নৈব নৈব চ। তবে এসবের মধ্যেই সবাইকে ভুল প্রমাণিত করে নিজেকে ভার্সাটাইল অভিনেতা হিসেবে গড়ে তুলছেন অভিনেতা। তবে দুঃখের বিষয় এটাই যে, বাংলার মানুষ হয়েও বাংলায় তিনি সেই কদর পাননি।

কাজের কথা বললে, আগামী ১৯ অক্টোবর পুজোর আগেই মুক্তি পাচ্ছে ‘দশম অবতার’। এই ছবির হাত ধরেই দীর্ঘ পাঁচ বছর পর সৃজিত মুখোপাধ্যায়ের সাথে কাজ করছেন অভিনেতা। ছবিতে একজন সিরিয়াল কিলারের ভূমিকায় দেখতে পাবেন ভক্তমহল। দিনকয়েক আগেই অভিনেতার লুক সামনে এসেছে। পাশাপাশি মুক্তি পাবে যিশুর দক্ষিণী ছবি ‘টাইগার নাগেশ্বর রাও’ (Tiger Nageshwara Rao)।

আরও পড়ুন : বিয়ে টেকাতে পারলোনা খোকা! দূরত্ব বাড়ছে মধুরিমা-অনির্বাণের? জল্পনা সোশ্যাল মিডিয়ায়

ঘোলাটে চোখ, কপালে গভীর ক্ষত আর শ্যামলা গায়ের রং সব মিলিয়ে চকলেট বয় যিশুকে চেনাই দায়। আমজনতা থেকে সেলিব্রেটি প্রত্যেকেই অভিনেতার এই নয়া লুক দেখে চমকে উঠেছেন যেন। নিজের নয়া অবতার শেয়ার করে যিশু লিখেছিলেন, ‘আপনারা যদি ভেবে থাকেন অনেক বদমাইশ পুলিশ দেখেছেন, তাহলে দুঃখিত। আমাদের এখনও দেখা হয়নি’।

আরও পড়ুন : রাহুলের সঙ্গে মিটমাট হলেও ‘A’ ট্যাটু নিয়ে ঘুরছেন প্রিয়াঙ্কা, কারণ জানলে চমকে উঠবেন

jisshu senguptas new look in his upcoming south indian film 780x470.jpg

উল্লেখ্য, এই ছবিতে নায়ক চরিত্রে অভিনয় করছেন সাউথ সুপারস্টার রবি তেজা। অন্যদিকে খলনায়ক হিসেবে ধরা দিয়েছেন যিশু। ছবিটি পরিচালনা করেছেন ভামসি। বেশকিছু গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনুপম খের,নুপুর সানান,রেনু দেশাই-এর মত অভিনেতা অভিনেত্রীদের। সূত্রের খবর, স্টুয়ার্টপুরাম-এর ‘বাগী’ টাইগার নাগেশ্বর রাও-এর ছবি আঁকা হবে এই ছবিতে। সত্তরের দশকের এই ডাকাত হয়ে উঠেছিলেন গরিবদের মসীহা।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর