বাংলাহান্ট ডেস্ক: রামায়ণ এবং মহাভারত (Mahabharat) মহাকাব্য নিয়ে কম সিনেমা, সিরিয়াল তৈরি হয়নি। এমনকি অ্যানিমেটেড রূপেও এসেছে রাম, সীতা, কৃষ্ণের মতো পৌরাণিক চরিত্ররা। সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে, বলিউডে নাকি আবারো মহাভারত নিয়ে তৈরি হতে চলেছে বড় প্রোজেক্ট। কারা কারা সেখানে অভিনয় করবেন তা এখনো ঠিক জানা না গেলেও টলিউডের মহাভারত নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই
বলা হয় ভক্তরা ছাড়া তারকারা কিছুই নয়। অনুরাগীদের ভালবাসাই স্টারডম এনে দেয় তারকাদের। প্রিয় তারকার জন্য ভালবেসে কত কিছুই না করে অনুরাগীরা। ছবি আঁকা, গান উৎসর্গ থেকে শুরু করে আরও অনেক কিছু। ‘ফ্যানমেড’ কথাটা এখন প্রায়ই শোনা যায়। প্রিয় তারকাকে কোনও পছন্দসই চরিত্রের সঙ্গে মিলিয়ে দেওয়ার ঘটনা এখন প্রায়ই চোখে পড়ে। তেমনি ফ্যানমেড কিছু ছবি ভাইরাল হয়েছে সম্প্রতি, যেখানে মহাভারতের পৌরাণিক চরিত্রগুলির সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে টলি অভিনেতা অভিনেত্রীদের।
দুঃশাসন- অঙ্কুশ হাজরাকে খলনায়কের চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছে। শকুনির চরিত্রে রুদ্রনীল ঘোষ ও দ্রোণাচার্যের আদলে সুদীপ মুখোপাধ্যায়কে দেখানো হয়েছে।
কুন্তী- বয়স বাড়িয়ে পঞ্চপাণ্ডবদের মায়ের চরিত্রে জয়া আহসানকে দেখানো হয়েছে। অন্যদিকে দ্রৌপদীর সৌন্দর্যের সঙ্গে যেন কোয়েল মল্লিকের রূপটাই একেবারে মানানসই।
অর্জুন- বিক্রম চট্টোপাধ্যায়কে বেশ লাগছে অর্জুনের ভূমিকায়। যুধিষ্ঠিরের চরিত্রে আবির চ্যাটার্জিকে দেখা যাচ্ছে। এমন চরিত্রে সিনেমায় আবিরকে দেখা যায়নি তেমন। তবে পঞ্চপাণ্ডবের বড়ভাইয়ের চরিত্রে মন্দ লাগছে না আবিরকে।
দুর্যোধন- জিতের তেজের সঙ্গে বেশ মানিয়েছে দুর্যোধন চরিত্রটি। অনির্বাণকে কর্ণের আদলে দেখানো হয়েছে। দেবকে ভীমের চরিত্রে ভাবা হয়েছে। অভিনেতার সিক্স প্যাক চেহারার সঙ্গে দিব্যি মানাচ্ছে এই চরিত্র। আর সোহিনী সরকার হয়েছেন হিড়িম্বা।
কৃষ্ণ- যিশু সেনগুপ্তকে ভাবা হয়েছে কৃষ্ণের চরিত্রে। এর আগেও মহাপ্রভুর ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল যিশুকে। এছাড়া প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ভীষ্ম, স্বস্তিকা মুখোপাধ্যায়কে মা গঙ্গা এবং গৌরব ও অর্জুন চক্রবর্তীকে দেখা যাচ্ছে নকুল এবং সহদেব হিসাবে।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা