বাংলা হান্ট ডেস্ক : আরজিকর কাণ্ডের অবহেই জল যন্ত্রণায় নাকাল ঘাটালবাসী। একদিকে নিম্নচাপ অন্যদিকে ডিভিসি থেকে জল ছাড়ার কারণে কার্যত জলের তলায় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। এলাকাবাসীর কঠিন পরিস্থিতিতে সমস্ত রকম পরিষেবা দিতে তৎপর তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব (Dev) অধিকারী।
রুক্মিণীকে নিয়ে কীসের উদযাপনে মাতলেন দেব (Dev)?
ইতিমধ্যেই ঘাটালবাসীর পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে হাজির হয়েছিলেন দেব (Dev)। গ্রামের মানুষদের সমস্ত রকম পরিষেবা দিয়ে সাহায্য করার বিষয়ে আশ্বস্ত করে এসেছেন তিনি। এসবের মধ্যেই মঙ্গলবার নিজের অফিসের বিশ্বকর্মা পুজোয় শামিল হয়েছিলেন অভিনেতা। সঙ্গী ছিলেন প্রেমিকা রুক্মিণী মৈত্র।
এদিন দেব পড়েছিলেন সাদা রংয়ের শর্ট কুর্তা সঙ্গে ডেনিম জিন্স। আর রুক্মিণী পরেছিলেন সাদা সিফনের শাড়ি। এদিন দেবের প্রযোজনা সংস্থার বিশ্বকর্মা পুজোয় হাজির হয়েছিলেন টলিউডের এক ঝাঁক চেনা মুখ-ও। তালিকায় ছিলেন অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্য়ায়, সৃজা সহ পরিচালক অভিজিৎ সেন, কিংবা প্রযোজক অতনু রায়চৌধুরীও।
এদিন দেবের অফিসে আয়োজিত বিশ্বকর্মা পুজোয় দেখা গেল বিশ্বকর্মার হাতের চাঁদমালায় রয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের আসন্ন তিনটি ছবি টেক্কা, খাদান এবং বিনোদিনীর পোস্টার।
আরও পড়ুন : ঐশ্বর্য নাকি অ্যানাবেলা! বিশ্ব সুন্দরীর নকল পুতুল দেখে চোখ ঢাকছেন নেটিজেনরা
প্রসঙ্গত কিছুদিন আগেই আরজিকর কাণ্ডের আন্দোলনের সমিল জুনিয়ার ডাক্তারদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় উৎসবে ফেরার কথা জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের প্রশংসা করে দেব বলেছিলেন উৎসবের ফেরার অর্থ প্রতিবাদ বন্ধ হয়ে যাওয়া নয়।
সেইসাথে ফেসবুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে দেব লিখেছিলেন, ‘মমতা দিদি আপনাকে কুর্নিশ জানাই এই উদ্যোগের জন্য। আগেও আপনাকে দেখেছি আপনি কীভাবে মানুষের পাশে দাড়িয়েছেন, আজ আবার দেখলাম নিজের লোকের পাশে গিয়ে দাড়ালেন।’ মুখ্যমন্ত্রীর সমর্থনে মন্তব্য করেই রাজ্যজুড়ে একটা বড় অংশের তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেতা।