TRP নেই! শেষ হচ্ছে ‘তোমাদের রানী’, জানিয়ে দিলেন অভিকা! অন্তিম সম্প্রচার কবে?

বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার সকালেই পাওয়া গিয়েছিল সিরিয়াল বন্ধের ইঙ্গিত। বেলা গড়াতেই চলে এল পাকা খবর। ‘তেঁতুলপাতা’কে স্থান করে দিতে অকালেই শেষ হয়ে যাচ্ছে স্টার জলসার (Star Jalsha) ‘তোমাদের রানী’ (Tomader Rani)। সংবাদমাধ্যমের কাছে একথা স্বীকার করে নিলেন নায়িকা অভিকা মালাকার। ধারাবাহিকের অন্তিম পর্বের সম্প্রচার কবে হবে, সেই দিনক্ষণও প্রকাশ্যে এসে গিয়েছে।

কবে শেষ হচ্ছে ‘তোমাদের রানী’ (Tomader Rani)?

১০ মাস আগে সফর শুরু হয়েছিল অভিকা-অর্কপ্রভর সিরিয়ালের। অল্প সময়ের মধ্যেই দর্শকমনে স্থান করে নিয়েছিল দুর্জয়-রানীর গল্প। যদিও গত কয়েক সপ্তাহে ধারাবাহিকের TRP খানিকটা কমেছে। বৃহস্পতিবার সকালে শোনা যায়, এই মেগা হয়তো শেষ হতে পারে। অবশেষে এদিনই ‘তেঁতুলপাতা’র স্লট ঘোষণা করে দেওয়া হয়।

   

আগামী ৫ আগস্ট থেকে সন্ধ্যা ৬টার স্লটে শুরু হচ্ছে গৌরব চট্টোপাধ্যায় এবং ঋতব্রতা দে-র এই ধারাবাহিক (Bengali Serial)। তার আগেই সম্প্রচারিত হবে ‘তোমাদের রানী’র অন্তিম পর্ব। এই বিষয়ে এক সংবাদমাধ্যমের তরফ থেকে অভিকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘হ্যাঁ, খবরটা ঠিক। ‘তোমাদের রানী’ শেষ হচ্ছে। কয়েকদিন আগেই আমরা জানতে পারি। তবে শেষ শ্যুটিং কবে সেটা এখনও জানি না’।

আরও পড়ুনঃ মিথ্যে বলে দিনের পর দিন প্রেম! নীলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এই টেলি নায়িকার!

দর্শকদের প্রিয় রানী আরও বলেন, ‘এই সফরটা আমি ভীষণ এনজয় করেছি। এটা আমার প্রথম কাজ, অনেককিছু শিখেছি। সেটে সবাই অনেক সাহায্য করেছে, সাপোর্ট করেছে। রানীর সফর হয়তো এইটুকুই ছিল। ভবিষ্যতে আমি আরও অনেককিছু করব’।

কয়েকদিন আগেই জলসার আর এক ধারাবাহিক ‘তুমি আশেপাশে থাকলে’র অন্তিম পর্বের শ্যুটিং সম্পন্ন হয়েছে। দর্শকরা ভেবেছিলেন, ওই স্লটেই হয়তো ‘তেঁতুলপাতা’ শুরু হবে। অথবা অন্য কোনও মেগার হয়তো স্লট বদল করা হবে। তবে তেমনটা হল না।

জানা যাচ্ছে, বিকেল সাড়ে পাঁচটার স্লটে আপাতত কোনও ধারাবাহিক না চালানোর সিদ্ধান্ত নিয়েছে স্টার জলসা। আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে খবর। তাই ‘তেঁতুলপাতা’কে জায়গা করে দিতে কোপ পড়ল ‘তোমাদের রানী’র (Tomader Rani) ওপর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর