বাংলা হান্ট ডেস্ক: দেশজুড়ে টমেটোর (Tomato Price) দাম যেহারে বেড়েছে তাতে খাদ্যপ্রেমীদের অসুবিধা বেড়েছে বহুখানি। দেশের বহু অংশে প্রতি কিলো। টমেটো ২০০ টাকা কেজি দরেও বিক্রী চলছে। কোথাও কোথাও দাম সামান্য কম, কিন্তু আসন্ন সময়ে সেটি প্রতি কিলো ৩০০ টাকাও ছাড়িয়ে যেতে পারে।
এদিকে সেখানে জুন মাসের শুরুতে মাত্র ৪০ টাকা প্রতি কিলো দাম ছিল সেটাই জুলাইয়ের শুরুতে ১০০ টাকায় দাঁড়ায়। আর বর্তমানে সেটাই ২০০ থেকে ২৫০ টাকায় পৌঁছেছে। নিকটবর্তী কিষানমান্ডিতে খোঁজ করলেই জানা যাচ্ছে সমস্ত সবজিই অগ্নিমূল্য। একদফায় দাম বেড়েছে বহুখানি।
দেশের মোট ৫৪টি শহরে টমেটোর দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। দিল্লী এবং সংলগ্ন অঞ্চলে সেই দাম ২০০ টাকার আশেপাশেই ঘোরাফেরা করছে। বিভিন্ন সবজি সব টমেটোর দাম বাড়ার অন্যতম কারণ ভারীবৃষ্টি। বহুঅঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে সরবরাহ বন্ধ হয়েছে। আর তাতেই এই টালমাটাল অবস্থায় দাম বেড়েছে টমেটোসহ অন্যান্য সবজির।
দেশের ৯১% টমেটো উৎপাদন হয় অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটক, গুজরাট, ওড়িশা, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, ছত্তিশগড়, বিহার, তেলেঙ্গানা, উত্তর প্রদেশ, হরিয়ানা এবং তামিলনাড়ুতে। কিন্তু উত্তরের রাজ্যগুলি থেকে সরবরাহ ব্যহত হয়েছে অতিবর্ষণের কারণে।
তাছাড়া এর আগে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে তাপপ্রবাহের কারণে বেশ ক্ষতি হয়। আসন্ন সময়েও যে স্বস্তি পাওয়া যাবে সেই নিয়েও কোনো খবর আসছেনা। ফলে অস্বস্তি বাড়তেই থাকবে সময়ের সাথে সাথে। তবে ধারণা করা হচ্ছে যে, আগামী আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে দাম সাধ্যের মধ্যে আসতে পারে। সরকারী পর্যায়ে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিভিন্ন রাজ্য যেখানে ফলন বেশি হয়েছে সেখান থেকে সবজি নিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।