বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগেই করোনা রিপোর্ট নেগেটিভ আসার সুখবর দিয়েছিলেন মিঠাই (mithai) পরিবারের ‘তোর্সা’ ওরফে তন্বী লাহা রায় (tonni laha roy)। শুটিং চলাকালীনই করোনা আক্রান্ত হয়ে পড়েন তিনি। টানা ১৪ দিন নিয়ম মেনে কোয়ারেন্টাইনে থাকার পর সম্প্রতি করোনা মুক্ত হয়েছেন অভিনেত্রী। আর তারপরেই নতুন উদ্যম নিয়ে কাজ শুরু করে দিয়েছেন তন্বী।
অভিনেত্রী জানান, গত বুধবার থেকে ফের ফ্লোরে এসে শুটিং করছেন তিনি। এখন আর দুর্বলতা নেই। তবে আইসোলেশনে থাকার সময়ও শুটিং বাদ দেননি তন্বী। বাড়িতে স্ট্যান্ডে ফোন সেট করে শুটিং করেছেন তিনি।
তন্বী আরো জানান, শুটিং ফ্লোরে সম্পূর্ণ করোনা স্বাস্থ্যবিধি মেনেই কাজ হচ্ছে। মাস্ক সবসময়ই পরা থাকছে। শুধুমাত্র শটের সময়ই খুলছেন। খাবারও নিয়ে যাচ্ছেন বাড়ি থেকে। অভিনেত্রীর কথায়, কাজ তো করতেই হবে। সব রকম সাবধানতা অবলম্বন করেই কাজ চলছে।
https://www.instagram.com/p/COPyjc3hJ1S/?igshid=wgriw89xj1h2
প্রসঙ্গত, পয়লা বৈশাখের পরপরই করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন তন্বী। প্রথমে তাঁর একটু মাথা ব্যথা হয়েছিল। তারপর থেকে সর্দি ও জ্বর জ্বর ভাব দেখা দিয়েছিল। এরপরেই তাঁর মনে সন্দেহ দেখা দেয়। পরদিনই করোনা পরীক্ষা করান তন্বী। সেই রিপোর্ট পজিটিভ আসে। নিজেকে সঙ্গে সঙ্গে আইসোলেট করে ফেলেন তন্বী। একটা আলাদা ঘরে বন্দি ছিলেন তিনি।
https://www.instagram.com/p/COhvrWNnAUj/?igshid=27l3qkmabei7
অভিনেত্রীর মা ঘরের বাইরে খাবার রেখে যেতেন। সেই খাবার ও চিকিৎসকদের পরামর্শ মতো ওষুধ খাচ্ছিলেন তন্বী। পাশাপাশি দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য কিছু ঘরোয়া টোটকাও ব্যবহার করছেন তিনি। যেমন বেশি করে ফলের রস, টাটকা সবজি খেয়েছেন তন্বী। তার ভাল ফলও পেয়েছেন। অতি সম্প্রতি অভিনেত্রী জানিয়েছেন করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে তাঁর।