বিশ্বের ধনীতম ১০ টি দেশের নাম বলতে পারবেন? ভারতের স্থান জানলে চমকে যাবেন

বাংলাহান্ট ডেস্ক : সারা পৃথিবী জুড়ে রয়েছে অসংখ্য দেশ। প্রত্যেকটি দেশ প্রাকৃতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক দিক থেকে আলাদা। জীবনধারণের মানেও প্রত্যেকটি দেশের অবস্থা ভিন্ন। এমন অবস্থায় আমাদের অনেকেরই মাঝে মধ্যে মনে আসে বিশ্বের সবথেকে ধনী দেশ কোনটি? আর ভারতের (India) অবস্থান কোথায়?

একটি দেশ কতটা ধনী তার হিসাব পাওয়া যায় জিডিপি পার ক্যাপিটা দেখে। মাথাপিছু আয় বোঝানো হয় জিডিপি পার ক্যাপিটা দিয়ে। আইএমএফ তৈরি করে থাকে এই তালিকা। সেখানে ভারতের (India) নাম উঠেছে ১২৯ তম অবস্থানে। সেই তালিকা অনুযায়ী বিশ্বের সবথেকে দশটি দেশের (Country) নাম জেনে নিন। 

১. লুক্সেমবার্গ: আইএমএফ-এর তালিকা অনুযায়ী লুক্সেমবার্গ পৃথিবীর সব থেকে ধনী দেশ। এই দেশের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা অতুলনীয়। এই দেশের নাগরিকদের বিনামূল্যে গণপরিবহন ব্যবস্থা দেওয়া হয়ে থাকে। এই দেশের GDP-PPP Per Capita (USD)- 143,740।

২. ম্যাকাও এসএসআর: বিশ্বের দ্বিতীয় ধনীতম দেশ  চীনের এই বিশেষ প্রশাসনিক অঞ্চল। পর্যটন ও ক্যাসিনো এই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। এখানকার GDP-PPP Per Capita (USD)- 134,140।

আরোও পড়ুন : একবার ছুঁলেই বাজিমাত! রথের রশি টানলে কী হয় জানেন?

৩. আয়ারল্যান্ড: এই দেশের অর্থনীতিতে সাম্প্রতিক অতীতে ৫০ শতাংশ অবদান রেখেছে অ্যাপল, গুগল, মাইক্রোসফটের মতো বহুজাতিক কোম্পানিগুলি। আয়ারল্যান্ডের GDP-PPP Per Capita (USD)- 133,900।

৪. সিঙ্গাপুর: পর্যটন ও ব্যবসার অন্যতম প্রধান ঘাঁটি সিঙ্গাপুর। এই দেশের GDP-PPP Per Capita (USD)- 112,280।

আরোও পড়ুন : রাজনীতির উর্ধ্বে উঠে বিরোধীকেও ‘পাশে আছি’র বার্তা সৌমিত্র খাঁর! অসুস্থ মুকুলের জন্য যা করলেন…

৫. কাতার: এই দেশের প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য নতুন করে বলার নয়। এই দেশে রয়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম গ্যাসের ভান্ডার। কাতারের GDP-PPP Per Capita (USD)- 112,280।

৬. সংযুক্ত আরব আমিরশাহি: প্রাকৃতিক সম্পদে ভরপুর এই দেশের GDP-PPP Per Capita (USD)- 96,850।

৭. সুইৎজারল্যান্ড: বিশ্বের পর্যটন মানচিত্রে অন্যতম প্রধান একটি নাম সুইৎজারল্যান্ড। এই দেশের GDP-PPP Per Capita (USD)- 91,930।

luxembourg 1200 1620936786

৮. সান মারিনো: ছোট্ট এই দেশটি আর্থিকভাবে বেশ সমৃদ্ধ। ইতালীয় সংস্কৃতির প্রভাব এই দেশে চোখে পড়ার মতো। এই দেশের GDP-PPP Per Capita (USD)- 86,990।

৯. আমেরিকা: গোটা বিশ্বের সবথেকে শক্তিধর রাষ্ট্র বলা হয়ে থাকে আমেরিকাকে। আমেরিকার GDP-PPP Per Capita (USD)- 85,370।

১০. নরওয়ে: স্ক্যান্ডিনেভিয়ান এই দেশটিকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। এই দেশের GDP-PPP Per Capita (USD)- 82,830।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর