মিঠাই বা কৃষ্ণকলি নয়, গত ১০ বছরে TRP তে সেরার সেরা এই বাংলা সিরিয়াল

বাংলা হান্ট ডেস্ক : বাঙালির বিনোদনের অন্যতম পছন্দের জিনিস হলো বাংলা সিরিয়াল (Bangla Serial)। সারাদিনের ক্লান্তির পর অবসর সময়ে মনের ক্লান্তি দূর করার জন্য সকলেই বসে পড়েন টেলিভিশনের সামনে‌। আর এইসব বিনোদনমূলক মেগা সিরিয়ালগুলির ভাগ্য নির্ধারণ করে টিআরপি (TRP)। কোন সিরিয়াল দর্শকরা কতটুকু দেখছেন, কতটা পছন্দ করছেন, সেই সমস্ত তথ্যের খতিয়ান কার্যত বোঝা যায় এই টিআরপি (Target Rating Point) দেখেই। তাই আজকে জানাবো বাংলা ধারাবাহিকের ইতিহাসে বাংলার সেরা ৫ টিআরপি টপার সিরিয়ালের তালিকা।

কুসুম দোলা (Kusum Dola) : ঋষি কৌশিক, অপরাজিতা ঘোষ দাস, মধুমিতা সরকার অভিনীত এই সিরিয়াল ব্যাপক সমাদৃত হয়েছিল দর্শকমহলে। স্টার জলসায় সম্প্রচারিত লীনা গাঙ্গুলীর এই সিরিয়াল এক সময় বেঙ্গল টপার ছিল। মোট ৩২ বার বেঙ্গল টপারের খেতাব জিতেছিল এই সিরিয়ালটি।

আরও পড়ুন : জাল সইয়ে ভরা হলুদ ডাইরি! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতেই নতুন মোড় যাদবপুর কাণ্ডে

কৃষ্ণকলি (Krishnakoli) : তালিকার চতুর্থ স্থানে রয়েছে কৃষ্ণকলি। নীল ভট্টাচার্য এবং তিয়াসা লেপচা অভিনীত এই সিরিয়ালটিকেও দারুন ভালোবাসা দিয়েছিল মানুষ। প্রায় চার বছরের সময়কালে মোট ৩৩ বার সেরার শিরোপা এই সিরিয়াল।

01tvshow1581154744312615.webp

 

অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) : স্টার জলসার এই মেগা তো বেঙ্গল টপার হিসেবে সবার আগে রয়েছে। এক বছরেরও কিছু বেশি সময়ের মধ্যেই ৩৬ বার বেঙ্গল টপারের আসন দখল করে নিয়েছে এই সিরিয়াল। এবং এই কাউন্টিং যে আগামী সময়ে আরও বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন : ছোটপর্দা থেকে সোজা বড় পর্দায়, মিঠুনের ‘কাবুলিওয়ালা’য় মিনি হবেন এই খুদে শিল্পী

1532518 h f7394410b070

মিঠাই (Mithai) : হালফিলের সিরিয়ালগুলোর মধ্যে মিঠাইয়ের টিআরপি বলতে গেলে সবার উপরে। দীর্ঘ আড়াই বছরের সময়কালে মোট ৫৬ বার বেঙ্গল টপারের খেতাব জিতেছিল এই মেগা। জনপ্রিয়তার নিরিখেও সবার উপরে রয়েছে সিধাইয়ের গল্প।

আরও পড়ুন : সাত ব্যাঙ্কে পড়ে কোটি কোটি দাবিহীন টাকা! গ্রাহকদের ফিরিয়ে দেবে RBI, আপনি কীভাবে পাবেন? 

mithai

মা (Maa….Tomay Chara Ghum Ashena) : তবে যে যাই বলুক না কেন, ১০ বছর আগের এই সিরিয়ালকে টক্কর দেওয়ার মত এখনও কেউ নেই। বাংলা সিরিয়ালের ইতিহাসের রেকর্ড করেছে মা। স্টার জলসার এই সিরিয়ালটি মোট ৭২ বার বেঙ্গল টপার হয়েছে। যা নিজে নিজেই একটি রেকর্ড।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর