মধ‍্য চল্লিশেও ভরা চাহিদা, রোহিত সেনের দৌলতে বিয়ের সম্বন্ধ আসছে টোটা রায়চৌধুরীর

বাংলাহান্ট ডেস্ক: টোটা রায়চৌধুরী (tota roychoudhury), স্বনামে অভিনেতার যথেষ্ট খ‍্যাতি থাকলেও এখন তাঁর একটি চরিত্রের জন‍্য বেশি জনপ্রিয়তা। ‘শ্রীময়ী’ (sreemoyee) ধারাবাহিকে রোহিত সেনের (rohit sen) চরিত্রে অভিনয় করছেন টোটা। শুরু থেকেই জনপ্রিয়তার চূড়ায় উঠেছিল চরিত্রটি। প্রথমে শ্রীময়ী ও রোহিতের মধ‍্যে একটি বিশেষ সম্পর্ক দেখানো হলেও এখন জুন আন্টিও রোহিত সেনের প্রতি আকর্ষিত হচ্ছে।

রোহিত সেন অবিবাহিত হলেও টোটা কিন্তু বাস্তব জীবনে সুখী বিবাহিত। তাঁর সুন্দরী স্ত্রীর ছবি ইতিমধ‍্যেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ার দৌলতে। কিন্তু তা সত্ত্বেও একের পর বিয়ের প্রস্তাব পেয়ে চলেছেন টোটা। চল্লিশের মাঝামাঝি পৌঁছেও সেই তরুণ বয়সের মতোই রয়েছেন অভিনেতা। আজ জন্মদিনে টোটা ঘোষনা করে দিলেন, বয়স বাড়ছে বাড়ুক। রোহিত সেন কিন্তু আর বুড়োবে না।

78548512
জন্মদিনটা এখনো পর্যন্ত কেমন কাটছে অভিনেতার? আনন্দবাজার অনলাইনের হয়ে টোটা জানালেন সকাল সকাল দক্ষিণেশ্বর কালী মন্দিরে।পুজো দিয়ে এসেছেন তিনি। প্রার্থনা করেছেন সবার জন‍্য। ঈশ্বরকে ধন‍্যবাদ দিয়েছেন করোনা অতিমারীর মধ‍্যেও এই দিনটা সুস্থ, সবল ভাবে কাটাতে পারার জন‍্য। জন্মদিনে মায়ের হাতের বিশেষ পায়েস, খাওয়াদাওয়ার আয়োজন ছিল টোটার জন‍্য। বিকেলে ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুবান্ধবও আসবে বলে জানান অভিনেতা। নেহাতই ঘরোয়া আয়োজন।

জন্মদিনে টোটার আরো একটি উপলব্ধি, তিনি অভিজ্ঞ হচ্ছেন ধীরে ধীরে। তরুণ বয়স থেকে এখনো পর্যন্ত তিনি নিজের মতো করেই ইন্ডাস্ট্রিতে জায়গাটা ধরে রেখেছেন। ভবিষ‍্যতেও তাঁকে তাঁর মতো করেই মানুষ মনে রাখবে বলে বিশ্বাস টোটার। সে যতই বাধা আসুক না কেন।

Niranjana Nag

সম্পর্কিত খবর