পর্যটকদের জন্য এবার নয়া অ্যাপ আনছে রাজ্যের পর্যটন দপ্তর

বাংলাহান্ট ডেস্কঃ যে কোনও অঞ্চলের ক্ষেত্রেই পর্যটন এক অতীব লাভদায়ক শিল্প। এর মাধ্যমে প্রচুর বিদেশি মুদ্রা উপার্জন তো হয়ই পাশাপাশি গাইড, ড্রাইভার, হস্তশিল্প ইত্যাদি ক্ষেত্রে হয় বিপুল কর্মসংস্থান। বিশ্বে এরকম বহু দেশ ও অঞ্চল আছে যাদের অর্থনীতির ধারক ও বাহক এই শিল্প।

আমাদের রাজ্য বাংলাতেও পর্যটন স্থানের অভাব নেই। হিমালয়ের রানি দার্জিলিং থেকে শুরু করে দক্ষিনে দীঘা, সুন্দরবন। পশ্চিমের অযোধ্যা পাহাড় হোক রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজরিত শান্তি নিকেতন। সারা বছর জুড়্রে রাজ্যে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই এই শিল্পে জোর দিয়েছিলেন। এবার বিদেশী পর্যটকদের জন্য নিলেন আরো এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

download 7 2

পর্যটকদের জন্য নতুন অ্যাপ আনতে চলেছে রাজ্য সরকার। এই অ্যাপের মাধ্যমে হোটেল বুকিং থেকে গাড়ি বুক করার মতো সুবিধের পাশাপাশি কোনও জায়গায় কী কী দ্রষ্টব্য আছে ও তার ইতিহাস সম্পর্কেও জানতে পারবে।  রাজ্য সরকারের পর্যটন লজ, হোম স্টে বুকিং ও করা যাবে এই অ্যাপ থেকে । থাকছে ট্রেন,বাস ,বিমানের বুকিং এর সুবিধা।

নতুন কোনও জায়গায় গিয়ে পর্যটকরা যাতে হয়রানির মধ্যে না পড়েন তা নিশ্চিত করতেই এই অ্যাপ বলে জানিয়েছে রাজ্য সরকার। দাবি করা হচ্ছে রাজ্য ও দেশব্যাপী CAA ও NRC বিরোধী আন্দোলনের হিংসার জের রাজ্যের পর্যটনে পড়েনি। এই আপের মধ্য দিয়ে রাজ্যে ঘুরতে আসা পর্যটকরা যেমন নিরাপত্তা ও সুবিধা পাবেন তেমনই রাজ্যের কোষাগারেও আসবে বিদেশী অর্থ।

সম্পর্কিত খবর