বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের মাত্রাতিরিক্ত গরমে জেরবার সকলেই। সমগ্ৰ এপ্রিল মাস জুড়েই আমাদের রাজ্যে তীব্র দাবদাহের সম্মুখীন হতে হয়েছে সবাইকে। পাশাপাশি, ছিল প্রবল তাপপ্রবাহের সতর্কতাও। এমনকি, এপ্রিল মাসেই বাড়তে থাকা তাপমাত্রা ইতিমধ্যেই গত ১২২ বছরের রেকর্ড ভেঙেছে। এছাড়াও, দেশের বহু স্থানেই তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রি ছাড়িয়েছে।
তবে, মে মাসেও নেই স্বস্তির আশা। বরং, পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে উঠেছে যে আবহাওয়া দফতরকে “কমলা সতর্কতা” জারি করতে হয়েছে। পাশাপাশি, সাধারণ মানুষদের উদ্দেশ্যেও এই গরমে সুস্থভাবে থাকার ক্ষেত্রে একাধিক নির্দেশ দিয়েছেন বিশেষজ্ঞরা। যদিও, কাজের জন্য বাইরে বেরোতেই হচ্ছে সকলকে।
এমতাবস্থায়, তীব্র দাবদাহের আবহে পথচারীদের জন্য এবার এক অভিনব উদ্যোগ নিলেন কলকাতার এক যুবক। পথচলতি সাধারণ মানুষদের জন্য ঠান্ডা জলের ব্যবস্থা করতে রাস্তাতেই ফ্রিজ বসিয়েছেন ওই যুবক। আর যার সুবাদে গরমে জেরবার মানুষেরা সেখানে গিয়ে ভিজিয়ে নিচ্ছেন তাঁদের গলা। এক কথায়, বাড়তে থাকা উষ্ণতার মাঝেই সবাইকে যেন শীতলতার ছোঁয়া দিচ্ছেন তিনি।
একাধিক গণমাধ্যমের খবর অনুযায়ী জানা গিয়েছে যে, অত্যন্ত মহতী এই উদ্যোগের পেছনে যিনি রয়েছেন তাঁর নাম হল তৌসিফ রেহমান। তৌসিফ আলিমুদ্দিন স্ট্রিটের রাস্তায় ৫০০ মিলিমিটারের ৪০ টি বোতল রাখার জন্য একটি ফ্রিজ স্থাপন করেছেন। যেখানে পথচারীরা এটির সাহায্যে ঠান্ডা জল পান করতে পারেন।
❤❤
This is the first time a refrigerator has been installed temporarily on the side of the road in Kolkata to cope with the heat and flow. Tousif Rahman, a 29-year-old local resident of Alimuddin Street, kept his home's fridge out on the street for 28 days… 1/2 pic.twitter.com/vc9dw6qBdN— Gabbar (@Gabbar0099) April 28, 2022
জানা গিয়েছে, তৌসিফ পেশায় একজন সমাজসেবক। তীব্র গরমের হাত থেকে পথচারীদের সাময়িক শান্তি দিতে তিনি নিজের বাড়ির ফ্রিজটিকেই ব্যবহার করছেন এইভাবে। এদিকে, তৌসিফের এই অভিনব উদ্যোগ ইতিমধ্যেই ছড়িয়ে গিয়েছে নেটমাধ্যমেও। স্বাভাবিকভাবেই, যা দেখে সকলেই কুর্ণিশ জানিয়েছেন তাঁকে। পাশাপাশি, কলকাতা শহরে এইরকম উদ্যোগ তৌসিফই প্রথম নিয়েছেন বলে জানা গিয়েছে।