বাংলা হান্ট ডেস্ক: এভারেস্ট জয় করতে গিয়ে মৃত্যু হয়েছে বহু অভিযাত্রীর। প্রত্যেক বছরই এভারেস্টের দুর্গম পথে বহু অভিযাত্রী যান। চলতি মরসুমে এভারেস্ট অভিযানে গিয়ে মোট ১১ জন অভিযাত্রী প্রাণ হারিয়েছেন।
অনেকের দাবি নেপাল সরকারের থেকে খুব সহজেই পাওয়া যায় এভারেস্টে অভিযান চালানোর অনুমতি। নেপাল সরকার অনুমতি দেয়ার সময় বাকি পরিকাঠামো পর্যালোচনা করে দেখেন না।অনেকে মনে করেন অভিযাত্রীদের মৃত্যুর মূল কারণ অনভিজ্ঞতা।আবার অনেকে মনে করেন অভিযাত্রীদের মৃত্যুর কারণ ট্রাফিক।
বৃহস্পতিবার সরকারিভাবে নেপালের তরফ থেকে জানানো হয়েছে মাউন্ট এভারেস্টের ট্রাফিকের কারণে কোন অভিযাত্রীর মৃত্যু হয়নি।ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট ভাবে উল্লেখ করা রয়েছে পর্বতারোহীদের মৃত্যুর অন্যতম কারণ উচ্চতাজনিত অসুস্থতা।