চলন্ত ট্রেনের কোচে অগ্নিকাণ্ড! কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার মাঝেই ফের বিপর্যয়, তোলপাড়

   

বাংলা হান্ট ডেস্কঃ একইদিনে জোড়া রেল দুর্ঘটনা (Train Accident)! একদিকে মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত হয়ে গেল শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। অন্যদিকে আবার চলন্ত ট্রেনের কোচে লেগে গেল আগুন। সপ্তাহের শুরুতেই জোড়া দুর্ঘটনার খবরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা দেশে!

কাছে হোক বা দূরে, এদেশের অগুনতি মানুষের ভরসার গণপরিবহণ হল ট্রেন (Train)। রোজ প্রচুর মানুষ ট্রেনে চেপে নিজের গন্তব্যে পৌঁছে যান। তাই স্বাভাবিকভাবেই এমন রেল দুর্ঘটনার খবর সামনে আসায় আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকেই।

মালগাড়ির ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটনা ঘটে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি সংলগ্ন এলাকায়। অন্যদিকে চলন্ত ট্রেনের কোচে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে উত্তর প্রদেশের সীতাপুরে (Uttar Pradesh Sitapur)। রেল এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এদিন সকালে ট্রেনের কোচে অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুনঃ ‘ও সবে বিয়ে করে…’! হঠাৎ অগ্নিমিত্রার অজানা অতীত ‘ফাঁস’ করলেন জুন, জোর শোরগোল

দিল্লি থেকে বিহারগামী একটি মালবাহী ট্রেনের একটি কোচে আচমকাই আগুন লেগে যায়। উত্তর প্রদেশের সীতাপুরের কাছে ঘটনাটি ঘটেছে। যদিও সঙ্গে সঙ্গে বিষয়টি ট্রেনের কর্মীদের চোখে পড়ে যাওয়ায়, বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। ট্রেনের মধ্যে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে কোচের আগুন নিভিয়ে দেন কর্মীরা।

এদিকে আবার আজ সকালেই মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত হয়ে পড়ে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এনজেপির সংলগ্ন রাঙাপানি এলাকায় ঘটনাটি ঘটেছে। এর জেরে ট্রেনের ৩টি কামরা রীতিমতো দুমড়েমুচড়ে যায়। এর মধ্যে জেনারেল বগি ছিল।

Train accident

দুর্ঘটনা ঘটার পরেই অবশ্য রেলের তরফ থেকে উদ্ধারকাজ শুরু হয়ে যায়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়ে যায় উদ্ধারের কাজ। শেষ পাওয়া খবর অনুসারে, এখনও অবধি ৬ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। আহতের সংখ্যা প্রচুর। হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একইদিনে জোড়া ট্রেন দুর্ঘটনার ঘটায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা দেশে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর