বাংলা হান্ট ডেস্ক: অফিস কর্মচারী হোক কিংবা কলেজের ছাত্র ছাত্রী সকলের বিরাট ভরসা একমাত্র ট্রেন (Train)। ১০ টাকার টিকিটেই পরিষেবা দিচ্ছে এই যান। তবে এবার নিত্য যাত্রীদের জন্য রইল অত্যন্ত দুঃসংবাদ। একেই গুঁতোগুঁতির সীমা ছিল না। আর এবার আরো গুঁতোগুঁতির সময় শুরু হচ্ছে। কারণ এক ধাক্কায় ২০০টি ট্রেন (Train) বাতিল করা হয়েছে। আর এমন সংবাদ নিত্য যাত্রীদের কপাল পুড়িয়েছে।
তবে হঠাৎ কেন ট্রেন (Train) বাতিল করা হলো?
আপনাদের জানিয়ে রাখি শিয়ালদা ডিভিশনের কোন ট্রেন বাতিল করা হয়নি। ট্রেন (Train) বাতিল করা হয়েছে হাওড়া-বর্ধমান কর্ড লাইনে। রেল সূত্রে জানানো হয়েছে, যাত্রী সাধারণের সুবিধার্থে হাওড়া-বর্ধমান কর্ড শাখায় ইন্টারলকিংয়ের কাজ হবে। ঠিক সেই কারণেই এই রুটে ১৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শুধু লোকাল ট্রেন (Train) নয় দূরপাল্লা ট্রেন (Train) সহ এক্সপ্রেসও বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার থেকে আগামী তিন দিন ট্রেন (Train) বাতিল থাকবে বলেই জানা গিয়েছে।
হাওড়া-বর্ধমান কর্ড শাখায় কিসের কাজ চলছে? তথ্যসূত্রে জানা গিয়েছে, হাওড়া-বর্ধমান কর্ড শাখার মশাগ্রাম স্টেশন রেলপথে সরাসরি বাঁকুড়ার সঙ্গে সংযুক্ত করার কাজ চলছে। রেলসূত্রে জানা যায়, মশাগ্রাম-বাঁকুড়ার এই রেলপথের উচ্চতা বেশি। সেই কারণে বহুদিন ধরে এই দুই রেলপথ সংযুক্ত করার পরিকল্পনার করলেও, তা সম্পূর্ণ করা যায়নি। তবে অবশেষে সেই পরিকল্পনা সফল হতে চলেছে। ইতিমধ্যেই পরিকাঠামো কাজ সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন: ফের পতনের সম্মুখীন সেনসেক্স-নিফটি! রক্তাক্ত শেয়ার বাজারে সর্বনাশ বিনিয়োগকারীদের
এখন সিগন্যালিং এবং অন্যান্য সব কাজের ব্যবস্থা বাকি রয়েছে। তাই মশাগ্রাম স্টেশনে ইন্টারলকিংয়ের কাজ চলবে। আর এই কাজের জন্যই টানা তিন দিন ট্রেন (Train) বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল ঊর্ধ্বতন পক্ষ। তবে এই কাজ সম্পন্ন হলে বহু যাত্রীরাই লাভবান হতে চলেছেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে।
কি কি ট্রেন বাতিল করা হয়েছে: তথ্য সূত্রে জানা গিয়েছে তিন দিনের প্রায় ৬০ টি লোকাল ট্রেন (Train) বাতিল করা হয়েছে। বিশেষ কিছু দূরপাল্লার ট্রেনও (Train) বাতিল করেছে রেল ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাতিল ট্রেনের তালিকায় রয়েছে- শান্তিনিকেতন এক্সপ্রেস, কবিগুরু এক্সপ্রেস, হুল এক্সপ্রেস, শহিদ এক্সপ্রেস, শিয়ালদা-আসানসোল ইন্টারসিটি, শিয়ালদা-রামপুরহাট মা তারা এক্সপ্রেস, শিয়ালদা-সিউড়ি ইন্টারসিটি মেমু এবং গণদেবতা এক্সপ্রেস।
এছাড়াও আবার কিছু দূরপাল্লার ট্রেনের (Train) পথ পরিবর্তন করে মেইন শাখায় ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে- হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী, পদাতিক, সরাইঘাট এই ট্রেনগুলি ব্যান্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ শাখা দিয়ে চলবে।
আর হাওড়া থেকে বিকানির, যোধপুর, জম্মু তাওয়াই হিমগিরি, মুম্বই মেল, শক্তিপুঞ্জ এক্সপ্রেস ব্যান্ডেল হয়ে মেন শাখা দিয়ে চলবে। এই তিনটে দিন যাত্রীরা সমস্যায় পড়লেও আগামী দিনে আপনারাই সবচেয়ে বেশি উপকৃত হবেন। খুব সহজেই পৌঁছে যেতে পারবেন আপনার পছন্দের জায়গায়। সব মিলিয়ে ইন্টারলকিংয়ের কাজ চলাকালীন ২০০ টি ট্রেন (Train) বাতিল করা হবে।