গুহায় প্রবেশের পরই উধাও ট্রেন! ১০০ বছর পেরিয়ে গেলেও মেলেনি খোঁজ, অবাক করবে এই ঘটনা

বাংলা হান্ট ডেস্ক: সমগ্ৰ বিশ্বজুড়ে মাঝেমধ্যে এমন কিছু ঘটনা ঘটে যেগুলি রীতিমতো অবাক করে দেয় আমাদের। এমনকি, কিছু কিছু ক্ষেত্রে সেই “রহস্যজনক” ঘটনাগুলির (Mysterious Incidents) সঠিক কারণও অনুসন্ধান করা সম্ভব হয়ে ওঠে না। অর্থাৎ, বছরের পর বছর যাবৎ সেগুলি রীতিমতো রহস্য হয়েই থেকে যায় সকলের কাছে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনেও আজ আমরা আপনাদের কাছে ঠিক সেইরকমই এক প্রসঙ্গ উপস্থাপিত করব।

মূলত, আমরা যে ঘটনাটি সম্পর্কে জানাবো সেটি ঘটেছিল ইতালিতে (Italy)। সেখানে একটি আস্ত ট্রেন রীতিমতো উধাও হয়ে যায়। হ্যাঁ, প্রথমে শুনে অবিশ্বাস্য মনে হলেও ঠিক এইরকমই এক ঘটনা ঘটে। জানা গিয়েছে, ওই ট্রেনে প্রায় ১০৪ জন যাত্রী ছিলেন। এমতাবস্থায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে ট্রেনটির সমস্ত যাত্রীও নিখোঁজ হয়ে যান। এদিকে, ইতিমধ্যেই এই ঘটনার পর প্রায় ১০০ বছর অতিক্রান্ত হয়ে গেলেও আজ পর্যন্ত সেই ট্রেনটির কোনো সন্ধান পাওয়া যায়নি। এমনকি, সেটির যাত্রীদের সম্পর্কেও কিছু জানা যায়নি।

ঠিক কি ঘটেছিল: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ১৯১১ সালে, ইতালির Zenetti রেলওয়ে কোম্পানি একটি নতুন ট্রেন তৈরি করে। ওই ট্রেনটির কোচ থেকে শুরু করে ইঞ্জিন সবই ছিল একেবারে নতুন। এমতাবস্থায়, সংস্থার তরফে ওই ট্রেনটির ট্রায়ালের জন্য বিনামূল্যে ভ্রমণের উদ্দেশ্যে সবাইকে আমন্ত্রণ জানানো হয়। এরপর রেলকর্মীসহ প্রায় ১০৪ জন ওই ট্রেনে ওঠেন। একটা সময়ে ট্রেনটি সফর শুরু করে কিছুটা দূরে গিয়েই সেটি একটি টানেলে প্রবেশ করে এবং তারপরেই রীতিমতো উধাও হয়ে যায়। এদিকে, বাকিরা অন্য স্টেশনে ট্রেনটির জন্য অপেক্ষা করতে থাকেন। কিন্তু ট্রেনটি সেখানে আর পৌঁছয়নি।

দু’জন যাত্রীকে উদ্ধার করা হয়: জানা যায় যে, ওই ট্রেনটি টানেলের মধ্যে প্রবেশ করার সময় ট্রেনে থাকা দু’জন যাত্রী ট্রেন থেকে ঝাঁপ দিয়ে দেন। কিছুক্ষণ পর উদ্ধারকারী দল ওই যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে একজন যাত্রী কিছু জানাতে না চাইলেও অপর যাত্রী জানান যে, ট্রেনটি টানেলে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই হঠাৎ উধাও হয়ে যায়। শুধু তাই নয়, কিভাবে তিনি ওই ট্রেন থেকে বেরিয়ে এলেন সেটাও তাঁর কাছেও স্পষ্ট নয় বলে জানান তিনি।

56648619 large

ওই ট্রেন কি অন্য কোনো জগতে চলে গেছে: এমতাবস্থায়, এই ট্রেনটি নিয়ে বিশ্বব্যাপী জল্পনা রয়েছে যে, ট্রেনটি নির্ঘাত টাইম ট্রাভেলের মাধ্যমে সেখান থেকে অদৃশ্য হয়ে অন্য কোনো জগতে পৌঁছেছে। তবে এখনও পর্যন্ত এই নিখোঁজ ট্রেনটি সম্পর্কে কোনো ক্লু খুঁজে পাননি বিজ্ঞানীরা। কিন্তু কিছু বছর পর বেশ কয়েকবার দাবি করা হয়েছে যে, এই ট্রেনের কিছু অংশ রাশিয়া, ইউক্রেন এবং জার্মানিতে পাওয়া গেছে। যদিও এর কোনো নির্দিষ্ট প্রমাণ কারোর কাছেই নেই।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর