বাংলা হান্ট ডেস্কঃ পরিবহন চালকদের বেতন বাড়লেও বঞ্চিত তারা। বেতন বৃদ্ধির দাবিতে সরব মেকানিক ও সরকারি কন্ডাক্টররা (Bus Conductors)। অভিযোগ তাদের বেতন বাড়ানো হয়নি। এই নিয়ে অসন্তোষ বাড়ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমে (Transport Department)। আলিপুরদুয়ার ডিপোতে অবস্থান-বিক্ষোভ শুরু করেছেন ‘বঞ্চিতরা’।
বেতন না বাড়ায় ক্ষুব্ধ কর্মীরা | Transport Department
জানা গিয়েছে, পরিবহন চালকদের বেতন বাড়লেও বেতন বৃদ্ধি হয়নি মেকানিক ও কনডাক্টরদের। অভিযোগ, চুক্তিভিত্তিক বাস কন্ডাক্টরদের বেতন বেড়েছে তবে তাদের বেতন বাড়ানো হয়নি। এই নিয়ে ক্রমেই বাড়ছে অসন্তোষ। বেজায় ক্ষুদ্ধ পরিবহন কর্মীরা।
আরও পড়ুন: অপারেশন সিঁদুরে কাহিল পাকিস্তান, আদমপুর বায়ু সেনাঘাঁটিতে গিয়ে জওয়ানদের অভিনন্দন নমোর
সূত্রের খবর, আলিপুরদুয়ারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ডিপোতে সরকারি কর্মীর সংখ্যা ১০ জন। বাকি ১৬০ জন চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন। বেতন বৃদ্ধির দাবিতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন শ্রমিক কর্মচারি ঐক্যমঞ্চের উদ্যেগে আলিপুরদুয়ার ডিপোতে সোমবার শ্রমিকরা আন্দোলন করেন। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথাও বলেছেন তারা।
আলিপুরদুয়ার পরিবহন কর্মী পংকজ রায়ের কথায়,”এই দ্বিচারিতা আমরা মেনে নেব না। সব কাজ করানো হবে আর এদিকে বেতন বাড়ানো হবে না। পরিস্থিতি স্বাভাবিক রেখেই আন্দোলনে নেমেছি। দাবি না মানা হলে নিলে বড় ধরনের আন্দোলন হবে এরপর।”
ভিডিও দেখুন: https://www.youtube.com/live/d-iyaf2OqE4?si=uQL68plRTWSevaJs
কর্মীদের পক্ষ নিয়েই ডিপো ইনচার্জ বলেন, “এটা দ্বিচারিতা। আমি ওদের পক্ষে। এই নিয়ে পরিবহনে বাস চলাচলে সমস্যা হতে পারে। সেটা উপর মহলে জানানো হবে। বিষয়টি ইতিমধ্যেই উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।” সবমিলিয়ে সমাধানের আশায় সকলে।