বাংলা হান্ট ডেস্ক: পাহাড় প্রেমী মানুষদের কাছে শীতকালে পাহাড়ের জাদু যেন অন্যরকম। কারণ সন্ধ্যে হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে বরাবরই নেমে আসে এক অদ্ভুত নীরবতা। পাশাপাশি এই শীতের সময় বরফে মোটা থাকে সকল পথ। তাই টানে অনেক সময় বহু পাহাড় প্রেমী মানুষ টেকিং এর জন্য বেরিয়ে পড়েন (Travel)। হয়তো আপনিও ভাবছেন এবারে শীতে টেকিং এ যাওয়ার কথা। কিন্তু কোথায় যাবেন তা ঠিক করে উঠতে পারছেন না। আজকে প্রতিবেদনে রইল সেই রকমই কিছু ট্র্যাকিংয়ের হদিশ।
শীতে ট্রেকিং প্ল্যান? দেখে নিন এই ৫ট্রেকের হদিশ রইল এখানে (Travel)
দয়রা বুগিয়াল ট্রেক: দয়রা বুগিয়াল ট্রেকের (Travel) এই ট্রিকের বিশেষত্ব হলো বিস্তীর্ণ অ্যালাপাইন তৃণভূমি। সঙ্গে বনের মধ্যে দিয়ে পাহাড়ের আঁকে বাঁকে এগিয়ে চলেছে পথ। পাশাপাশি এটি উত্তরকাশী যাওয়ার ভাটোয়ারী তেহসিলের এই ট্র্যাকে চাইলে আপনি যেতে পারেন। এবং পূর্ব ট্রেকে যাওয়ার অভিজ্ঞতা থাকলে এখান থেকে সূর্যকে টপে যেতে পারেন। আর এর উচ্চতা আরেকটু বেশি হবে, প্রায় ১২৯০০ ফুট।
দূরত্ব: ২২ কিঃমিঃ
সর্বোচ্চ উচ্চতা: ১২,০০০ ফুট

আরও পড়ুন: বৃষ্টি হোক বা ঠান্ডা, রোদ ছাড়াই ডাল থাকবে একদম ফ্রেশ! এই ৩ টোটকা মেনে চলুন নিয়মিত
কেদারকাঠা ট্রেক: ভারতের অন্যতম জনপ্রিয় উইকেট ক্রেকগুলির মধ্যে অন্যতম হল কেদারকাঠা ট্রেক। বরফের ঢাকা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আপনি সূর্যোদয়ের অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন। এছাড়াও উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার গোবিন্দ পশু বিহার ন্যাশনাল পার্কে অবস্থিত এই কয়েকটি মাত্র পাঁচ দিনে সম্পূর্ণ করা যায়।
দূরত্ব: ২০ কিঃমিঃ
সর্বোচ্চ উচ্চতা: ১২৫০০ ফুট
নাগ টিব্বা ট্রেক: অল্প সময়ের মধ্যে আপনি যদি ট্রেক উপভোগ করতে তিন তাহলে এটি একেবারেই উপযুক্ত। কারণ এখানে রয়েছে বরফের ঢাকা পথ। আর সঙ্গে রয়েছে পাহাড়ের অপূর্ব দৃশ্য। উত্তরাখণ্ডের তেহরি গড়ওয়াল জেলায় রয়েছে নাগ টিব্বা ট্রেক। তবে যারা বেশি উচ্চতায় যেতে পছন্দ করেন না অথবা প্রথম ট্রেকে যাবেন ভাবছেন তাদের জন্য এটি একেবারেই উপযুক্ত।
দূরত্ব: ২০ কিঃমিঃ
সর্বোচ্চ উচ্চতা: ৯৯১৫ ফুট
ব্রক্ষতাল ট্রেক: একদিকে তুষারাবৃত্ত পাহাড়। অপরদিকে রয়েছে ঠান্ডায় বরফ হয়ে যাওয়া লেক। এই দুইয়ের মধ্যেই আপনি এখানে গেলে ট্রেক করতে পারবেন। উত্তরাখণ্ডের চামেলী জেলায় রয়েছে ব্রক্ষতাল ট্রেক। এই ট্রেক সম্পূর্ণ করতে সময় লাগে মোট ৬ দিন।
দূরত্ব: ২৪ কি মি
সর্বোচ্চ উচ্চতা: ১২২৫০ ফুট
চোপতা- চন্দ্রশিলা ট্রেক: চোপড়া থেকে শুরু হয় এই ট্রেকটি। আপনি পৌঁছে যেতে পারবেন বিশ্বের সর্বোচ্চ শিব মন্দির তুঙ্গনাথ মন্দিরে। সেখানে চাইলে একবার আপনি ঘুরে আসতে পারেন চন্দ্রশিলাই। হিমালয়ের কোলে সাদা বরফে মোড়া তুঙ্গনাথে উইন্টার ট্রেকে যাওয়া যেতেই পারে (Travel)।
দূরত্ব: ১০ কি মি
সর্বোচ্চ উচ্চতা: ১২০০০ ফুট













