এভারেস্ট অভিযানে আর একা যাওয়া যাবে না!

 

বাংলা hunt ডেস্ক : এভারেস্ট অভিযানে যাওয়ার পর অনেক পবর্তারোহী দূর্ঘটনায় পরেন বা সমস্যার সম্মুখীন হন। সেইকারণে এভারেস্ট অভিযানের ক্ষেত্রে বেশকিছু নিষেধজ্ঞা জারি করেছে চলেছে নেপাল সরকার। সাধারণত এবার কোনও পর্বতারোহী একাকী এভারেস্ট অভিযানে যেতে পারবেন না। সঙ্গে একজন শেরপা ও উচ্চ এবং খাড়াই পর্বতে চড়াইয়ে অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ কর্মী থাকতে হবে।

 

এছাড়াও ৭৫ বছরের মধ্যে পর্বতারোহীদের বয়স হতে হবে। ইতিপূর্বে এভারেস্ট অভিযানে যাওয়ার জন্য বয়সের বেড়াজাল ছিল না। কিন্তু এভারেস্টে দূর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে নেপাল পর্যটন বিভাগ।

deef9 tips to trek everest base camp

শনিবার নেপাল পর্যটন বিভাগের এই সিদ্ধান্তে শিলমোহরও পড়ে গিয়েছে। উল্লেখ্য, এই নিয়মের আওতায় প্রতিবন্ধীদের ক্ষেত্রেও প্রযোজ্য। এই নিষেধজ্ঞা জারি হওয়ায় অধিকাংশ পর্বতারোহী নেপাল সরকারের ওপর ক্ষুদ্ধ হয়েছেন।


সম্পর্কিত খবর