বাংলাহান্ট ডেস্ক: এক সপ্তাহেই আশ্চর্যরকম রদবদল টিআরপি (TRP) তালিকায়। বিগত কয়েক সপ্তাহ ধরে একটানা শীর্ষস্থানে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। স্টার জলসার এই মেগা একাই টেনে নিচ্ছিল অধিকাংশ দর্শক। চোখ ধাঁধানো টিআরপি তুলে সপ্তাহের পর সপ্তাহ ধরে বাংলা সেরা হয়ে এসেছে অনুরাগের ছোঁয়া। কিন্তু ইদানিং ভাঁটা পড়েছে এই সিরিয়ালের টিআরপিতেও।
এ সপ্তাহের টিআরপি তালিকা প্রকাশ্যে আসতেই চক্ষু ছানাবড়া দর্শকদের। হুড়মুড় করে কমেছে অনুরাগের ছোঁয়ার নম্বর। সূর্য দীপার মিলন নিয়ে এতদিন ধরে নাটক আর মনে ধরছে না দর্শকদের। সোনা রূপার দৌলতেও মিল হচ্ছে না দুজনের। অনেকের মতেই একঘেয়ে হয়ে উঠেছে সিরিয়ালটা। ফলাফল দেখা যাচ্ছে টিআরপি তালিকায়। এ সপ্তাহে এই মেগার প্রাপ্ত নম্বর মাত্র ৮.৭।
তবে নম্বর কমলেও প্রথম স্থান থেকে নড়ানো যায়নি সূর্য দীপাকে। যদিও নম্বর কমায় লাভ হয়েছে ‘জগদ্ধাত্রী’র। মাঝে কিছুটা পিছিয়ে পড়লেও আবার হাল ধরে নিয়েছে জি বাংলার এই মেগা। অনুরাগের ছোঁয়ার ঠিক পেছনেই ৮.০ নম্বর নিয়ে রয়েছে জগদ্ধাত্রী। তিনে জায়গা করেছে এই চ্যানেলেরই আরেক জনপ্রিয় সিরিয়াল ‘খেলনা বাড়ি’। রণর মুখোশ খুলতে ইন্দ্র মিতুলের টানটান অ্যাডভেঞ্চার নজর ঘোরাতে দিচ্ছে না দর্শকদের।
চারে একসঙ্গে দু দুটি সিরিয়াল জায়গা করে নিয়েছে, গৌরী এলো এবং নিম ফুলের মধু। দুটি মেগারই দখলে ৭.৩ পয়েন্ট। তবে যে সিরিয়ালটির কথা না বললেই নয়, সেটা হল ‘রাঙা বউ’। শুরুতে ব্যাপক ট্রোলের মুখে পড়লেও যত দিন যাচ্ছে ততই নম্বর বাড়ছে এই মেগার। এ সপ্তাহে ৬.৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে সিরিয়ালটি।
কিন্তু এ সপ্তাহে ঘটে গিয়েছে আরেক অঘটন। বেশ কিছুদিন ভাল টিআরপি তোলার পর এক ধাক্কায় কমে গিয়েছে মিঠাইয়ের নম্বর। মাত্র ৫.৭ টিআরপি নিয়ে ১১ নম্বরে নেমে গিয়েছে এক সময়কার বেঙ্গল টপার। মিঠাইয়ের স্মৃতি ফেরানোর ট্র্যাক সম্ভবত আর মনে ধরছে না দর্শকদের।
রইল সেরা দশের টিআরপি তালিকা-
অনুরাগের ছোঁয়া- ৮.৭ (প্রথম)
জগদ্ধাত্রী- ৮.০ (দ্বিতীয়)
খেলনা বাড়ি- ৭.৫ (তৃতীয়)
গৌরী এলো, নিম ফুলের মধু- ৭.৩ (চতুর্থ)
রাঙা বউ- ৬.৭ (পঞ্চম)
পঞ্চমী- ৬.৩ (ষষ্ঠ)
মেয়েবেলা- ৬.১ (সপ্তম)
সোহাগ জল- ৬.০ (অষ্টম)
হরগৌরী পাইস হোটেল- ৫.৯ (নবম)
বাংলা মিডিয়াম, গাঁটছড়া- ৫.৮ (দশম)
দেখে নিন সেরা পাঁচ হিন্দি সিরিয়ালের টিআরপি-
অনুপমা- প্রথম (৩.১)
গুম হ্যায় কিসিকে পেয়ার মে- দ্বিতীয় (২.৬)
ইয়ে রিশতা কেয়া কহলাতা হ্যায়- তৃতীয় (২.৪)
ইমলি- চতুর্থ (২.৩)
ফালতু- পঞ্চম (২.২)